স্টাফ রিপোর্টার:
৫ই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ই আগস্ট) দুপুর ১টায় শান্তিগঞ্জ বাজার চত্বর থেকে শুরু হওয়া এই গণমিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে আবার চত্বরে এসে শেষ হয় এক প্রাণবন্ত সমাবেশের মধ্য দিয়ে।
গণমিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সলিবনুর বাচ্চু।
তিনি বলেন—
“৫ই আগস্টের চেতনা শুধু স্মৃতির বিষয় নয়, এটি হচ্ছে আন্দোলনের শক্তি। আজকে শান্তিগঞ্জ থেকে আমরা বার্তা দিচ্ছি— এই জনপদ ধানের শীষের বিজয়ের জন্য প্রস্তুত। আমরা ব্যারিস্টার আনোয়ার হোসেনকে সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চাই।”
সমাবেশে আরও বক্তব্য,রাখেন উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদুর রহমান
বিএনপি নেতা সামসু মিয়া, মোঃ জামিল মিয়া, আব্দুল লতিফ, উপজেলা জাসাসের আহ্বায়ক নাজমুল হোসেন,
সিলেট ইয়ার্পোর্ট থানা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহানুর মিয়া,
সমাবেশটি পরিচালনা করেন জেলা যুবদল নেতা মুফাসির আহমদ রিয়াদ।
এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন—
জয়কলস ইউপি বিএনপি নেতা আব্দুল কাইয়ুম সিতারা, ফয়জুল মিয়া
পশ্চিম বীরগাঁও: শহিদ মিয়া, লেচু মিয়া
পূর্ব বীরগাঁও: সেলিম মিয়া, আঃ বাছিত
শিমুলবাঁক: মোঃফারুক রশীদ,আশরাফুল ইসলাম , চিনু মিয়া, মারফত আলী পাথারিয়া: মোফাজ্জল হোসেন,ইসলাম
পূর্ব পাগলা: ফারুক মিয়া, জয়নুল, দরগাপাশা: হাজী আঃ ছুবান, ফারুখ মিয়া,পশ্চিম পাগলা আবুল কালাম
সহ সকল ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীবৃন্দ।
বক্তারা বলেন, ৫ই আগস্টের আত্মত্যাগ ও গণজাগরণ থেকে শিক্ষা নিয়ে আজ সময় এসেছে নতুন নেতৃত্ব, সাহসী কণ্ঠ ও যোগ্য প্রতিনিধিকে সামনে আনার।
তারা বলেন, “ব্যারিস্টার আনোয়ার হোসেন হচ্ছেন শান্তিগঞ্জবাসীর আস্থা ও আশা। ধানের শীষের প্রতীক নিয়ে তাকে দেখতে চাই জাতীয় নির্বাচনের ময়দানে।”