শান্তিগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধি:শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে মা এন্টারপ্রাইজ অত্যাধুনিক কাপড় ও জুতার শো রুম ও ট্রাভেল এজেন্সির উদ্বোধন করা হয়েছে।উদ্ভোধনের পূর্বে সোমবার(১০মার্চ)দুপুর ১২ টায় দোয়ার আয়োজন করা হয়।এতে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থেকে দোয়া করেন হযরত মাওলানা নুরুল ইসলাম খান দরগাহপুরী। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার পাথারিয়া বাজারের বাসস্ট্যান্ড এলাকার একটি দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠান দু’টির উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিটির সদস্য ফারুক আহমদ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠান দুটির স্বত্বাধিকারী ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদ হারুন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও পাথারিয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ আমীন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম নাঈম, সদস্য জিয়াউল হক, পাথারিয়ার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মমিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, সাবেক ইউপি সদস্য আক্কাছ মিয়া, বিএনপি নেতা মোহাম্মদ আলী, উপজেলা প্রজন্মদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান তুহিন, সমাজকর্মী আজমল হোসেন শাহীন, বিলাল মিয়া, উপজেলা যুবদল নেতা সৈয়দ আলম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি সোয়েব আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও ইউপি সদস্য লিটন মিয়া এবং ছাত্রদল নেতা মানছুর আহমদসহ আরো অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাও. আব্দুল্লাহ্ গাজীনগরী ও মাও. এমদাদুল্লাহ্ গাজীনগরী।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হারুন বলেন, আমাদের পশ্চিমাঞ্চল বিশেষ করে পাথারিয়া ইউনিয়নের সাধারণ মানুষের কথা মাথায় রেখে এবং সিলেট-সুনামগঞ্জের বাজারের সাথে রুচির মিল রেখে মা এন্টারপ্রাইজের কাপড় ও জুতার কালেকশন করেছি। বিশেষ করে শিশু ও মহিলাদের সংগ্রহ খুবই উন্নতমানের। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সূলভ মূল্যে পণ্য বিক্রি বরবো।
ঢাকা
,
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::










শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে শুভ উদ্ভোধন হলো মা এন্টারপ্রাইজ ও ট্রাভেল এজেন্সির
-
মান্নার মিয়া
- আপডেট সময় ০১:৪০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- ৫২৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ