সুনামগঞ্জ সংবাদদাতা :
সুনামগঞ্জ, ১২ মার্চ ২০২৫: বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২৩ তম শহীদ আব্দুস সালাম আজাদ, যিনি সুনামগঞ্জ জেলার একমাত্র শহীদ, তাঁর পরিবারকে নিয়ে পবিত্র মাহে রমাদান উপলক্ষে এক বিশেষ ইফতার মাহফিল আয়োজন করা হয়। এই আয়োজনটি সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হয়, যেখানে শহীদের পরিবারের সদস্যদের সাথে মিলিত হন জেলা শাখার দায়িত্বশীলরা।
ইফতার অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন, সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম এবং অন্যান্য দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা শহীদ আব্দুস সালাম আজাদের পরিবারের জন্য ইফতারির ব্যবস্থা করেন এবং তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন।
এ সময় ছাত্রশিবির নেতৃবৃন্দ শহীদ আব্দুস সালাম আজাদের জীবন ও সংগ্রামের আদর্শ তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তাঁরা বলেন, “শহীদ আব্দুস সালাম আজাদ তাঁর জীবন দিয়ে দেশের স্বাধীনতা ও ইসলামের আদর্শের জন্য যে আত্মত্যাগ করেছেন, তা আমাদের সকলকে প্রেরণা দেয়।”
এছাড়া, জেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, “আল্লাহর রহমতে এই রমজান মাসে সকলের জীবন আরও সৌভাগ্যময় হোক এবং শহীদ আব্দুস সালাম আজাদের আত্মার মাগফিরাতের জন্য সবাই দোয়া করবেন।”
ইফতার শেষে উপস্থিত সকলের মধ্যে একে অপরকে শুভেচ্ছা জানানো হয় এবং রমাদান মাসের পবিত্রতা বজায় রেখে কাজের সফলতা কামনা করা হয়।