স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মো:জয়নাল হোসেন এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো:সাকিব হোসেন,এসআই (নিরস্ত্র) লুৎফুর রহমান, এ এসআই জসিম ইদ্দিন,এ এসআই হুমায়ুন কবির বাহার সঙ্গীয় ফোর্সসহ কলকলি ইউনিয়নের সাদিপুর গ্রাম থেকে গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করেছে। গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামি জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের সাদিপুর গ্রামের মো:আবু সুফিয়ানের ছেলে মো:জাকির হোসেন ও মো:সায়েক আহমেদ। গ্রেফতারকৃত মো:জাকির হোসেন ও মো:সায়েক আহমেদ কে আজ ১৮ এপ্রিল শুক্রবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।