চট্টগ্রামের আন্দরকিল্লায় সমবায় মার্কেটে আগুন লেগে একজন মারা গেছেন।মঙ্গলবার মধ্যরাতে সিরাজুদ্দৌলা রোডের সমবায় মার্কেটের টিনশেড দোকানঘরে এ আগুন লাগে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।একটি দোকানের ভেতর থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হলেও তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আবদুল্লাহ বলেন, “ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।”ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের পাঁচটি গাড়ি আগুন নেভানোর চেষ্টা করছে।কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবীর বলেন, “সমবায়ের একতলা টিনশেড মার্কেটের লেদ মেশিনের দোকানে আগুন লাগে বলে জেনেছি। আগুন দ্রুতই পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। সেখানে কেমিকেলের দোকানও রয়েছে।”মার্কেটের আলম ইঞ্জিনিয়ারিং নামের লেদ মেশিনের দোকান থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান তিনি।রাত ১২টা ১০ মিনিটে লাগা এই আগুন দেড়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি।কীভাবে আগুন লাগল এবং ক্ষয়ক্ষতি কতটা হল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা
,
শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










চট্টগ্রামের আন্দরকিল্লার সমবায় মার্কেটে আগুন
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৭:০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
- ৬৮৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ