নতুন রূপ পেল নাচনী এবতেদায়ী হাফিজিয়া দাখিল মাদ্রাসা
শাল্লা প্রতিনিধিঃ বিগত বন্যার সময় দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে দিরাই ও শাল্লার বিভিন্ন ইউনিয়নে যখন প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে ঘুড়ে বেড়িয়েছিল। তখন ঔষধ বিতরণের কেন্দ্র হিসাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করা হয়। তন্মধ্যে নাছনী ধনপুর এবতেধায়ী হাফিজিয়া দাখিল মাদ্রাসাও দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের একটি চিকিৎসা কেন্দ্র ছিল।
তার সুবাদে দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের কর্তৃপক্ষ মাদ্রাসার বেহাল দশা দেখে গ্রাম ও এলাকাবাসীর কথায় সংস্কারের জন্য এগিয়ে আসে।
দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সুযোগ্য ট্রেজারার ও উনার কয়েক জন বন্ধুদের অর্থায়নে আজ মাদ্রাসাটি সেজেছে নতুন রুপে।
এর মধ্যে আলাউর রহমান ( প্রভাকর পুর), সোলেমান আহমদ জাওয়াদ (লালা বাজার) মুমিন আহমেদ (বটেস্বর)।
উনারা মাদ্রাসার উত্তর উত্তর সাফল্য কামনা করে, উনাদের বাবা মা ও পরিবার পরিজনদের জন্য দোয়া কামনা করেন। তারা বলেন, প্রতিটি সামাজিক ও বিত্তশালী মানুষ যদি এ সকল সামাজিক ও ধর্মীয় কাজে নিজের সম্পৃক্ত করে সমাজে দ্রুত পজিটিভ বিবর্তন আসবে, ইনশাআল্লাহ ।