মধ্যনগর(সুনামগঞ্জ):প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় উচ্ছেদ অভিযান চালিয়ে এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার দখল হইতে সরকারের খাস ভুমি পুনরুদ্ধার করা হয়েছে। প্রভাবশালী ওই আওয়ামী লীগ নেতার নাম মোবারক হোসেন। তিনি উপজেলার কান্দাপাড়া মাছিমপুর গ্রামের আব্দুল হামিদের পুত্র। বিগত আওয়ামী শাসনামলে তিনি ছিলেন মধ্যনগরের দন্ড মুন্ডের কর্তা ব্যক্তি।সরকারী দলের প্রভাব খাটিয়ে মধ্যনগর পোস্ট অফিস সংলগ্ন কয়েক কোটি টাকা মুল্যের ১৩ শতক খাস খতিয়ানভূক্ত ভূমি জবর দখল করে বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ করেন তিনি।
বৃহস্পতিবার বেলা ১২ ঘটিকায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বুলডোজার দিয়ে স্থাপনা ভেঙে ফেলা হয় এবং সরকারী ভুমি অবৈধ দখল মুক্ত করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন আহমেদ এর নের্তৃত্বে উক্ত উচ্ছেদ অভিযানে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সজিব রহমান, ভূমি কমিশনার ওহিদুজ্জামান, সহকারী ভূমি কর্মকর্তা সারোয়ার হোসেন সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন বিগত ১৪ বছর যাবত ১৩ শতাংশ জায়গায় বিগত আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অপব্যবহার করে ভোগ দখল করে আসছেন অবৈধ দখলদার আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন, আবুল হাসেম, মোশারফ হোসেন, সাবেক মেম্বার সামছু ও তার ভাই বিল্লাহ হোসেন, আনোয়ার, মজনু মিয়া, কাজী শফিক ও দ্বীন ইসলাম। এই অবৈধ স্থাপনা ছাড়ার জন্য অনেক বার নোটিশ দেওয়া হলেও কর্নপাত করেননি দখলদারগন। উচ্ছেদ অভিযান চলা কালে নির্বাহী ম্যাজিষ্টেট রওশন আহমেদ বলেন উদ্ধারকৃত ভুমি সুনামগঞ্জ জেলা প্রশাসনের অধীনে থাকবে। মধ্যনগর উপজেলায় আরো এমন অবৈধ স্থাপনা ও খালি জায়গা যে বা যারাই ভোগ দখলে রেখেছেন তা পরবর্তীতে পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
ঢাকা
,
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::










মধ্যনগরে আওয়ামী লীগ নেতার দখল থেকে সরকারী ভুমি পুনরুদ্ধার
-
আসরাফ উদ্দিন হিল্লোল
- আপডেট সময় ১২:১৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
- ৫৩২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ