ধর্মপাশা প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া ও কেশবপুর গ্রামের বাসিন্দা মহেশপুর গ্রামে কনে দেখতে গিয়ে হাওরের মাঝে ৬০মিটার নামক ব্রীজের কাছে নৌকা ডুবে ২ জনের মৃত্যু হয়েছে।
শামছু মিয়া (৫৫) নামের এক পুরুষ যার পিতা মৃত চান মিয়া ও মাতা মৃত মিয়া জান বিবি এবং এক মেয়ে ইসরাত ( ৫) যার পিতা বাবুল মিয়া ও মাতা রোজিনা আক্তার গতকাল ১১টার সময় নৌকা ডুবে মৃত্যু বরণ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামছু মিয়া যিনি বিয়ের উকিল কেশবপুর গ্রামের বাসিন্দা ও বাবুল মিয়ার ছোট মেয়ে ইসরাত যিনি কান্দাপাড়া গ্রামের বাসিন্দা তাঁরা উভয়েই নৌকা ডুবার পরপরই স্রোত ও ঢেউয়ের মাঝে হারিয়ে যায়।নৌকার মাঝি ও বাকি যাত্রীদেরকে যাত্রীবাহী অন্য একটি নৌকা তাদেরকে উদ্ধার করলে ও শামছু মিয়া ও শিশু ইসরাতকে উদ্ধার করতে সক্ষম হয়নি।পরবর্তীতে দুজনকেই উদ্ধার করতে পুলিশ,ফায়ার সার্ভিস ও এলাকার স্থানীয় বাসিন্দারা খুজতে শুরু করে। অনেক চেষ্টার পর আজ সকাল ১১টায় শামছু মিয়া ও বিকাল ৫টায় শিশু ইসরাতকে যৌথবাহিনির তৎপরতায় উদ্ধার করতে সক্ষম হয়।
ধর্মপাশা থানার ওসি জানান, শামছু মিয়া ও ইসরাত এর লাশ মাগুরার হওরে ২০০ মিটার ব্যবধানে পাওয়া যায়।এবং তাদের লাশগুলো বিনা ময়না তদন্তে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।