প্রতীকী ছবি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের কুমড়িআইল গ্রামে বিষপানে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম নাজমুল হক (২৫), তিনি ওই গ্রামের শামসুল হকের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল (০৮ আগস্ট) রাত ৯টার দিকে নাজমুল হক বিষপান করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু ভোর রাতে সিলেটে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আজ (০৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা মরদেহসহ শান্তিগঞ্জ থানায় উপস্থিত হলে থানার এসআই (নি:) নোবেল সরকার মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।