স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার আওতাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পশ্চিম বীরগাঁও ইউনিয়নের আহ্বায়ক কমিটি সম্প্রতি গঠিত হয়েছে। ১ আগস্ট ২০২৫ তারিখে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির অনুমোদিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান হাবিব উল্লাহ জাফরগীরদার এবং যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন মতিউর রহমান জাফরগীরদার। কমিটির মোট ১১ সদস্যের মধ্যে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে স্থান পেয়েছেন ৮নং ওয়ার্ডের টাইলা গ্রামের সাবেক ইউপি সদস্য তোফায়েল আহমদ এবং ৬নং ওয়ার্ডের দুর্বাকান্দা গ্রামের মোঃ জসীম উদ্দিন।
তাঁরা দুজনই বিএনপির জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ আনছার উদ্দিনের ঘনিষ্ঠ বলয়ের পরিচিত, ত্যাগী ও সক্রিয় কর্মী হিসেবে সুপরিচিত। তাঁদের মনোনয়নে তৃণমূলে বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উচ্ছ্বাস পরিলক্ষিত হয়।
রবিবার (৩ আগস্ট) বিকাল ৪টায় পাথারিয়া বাজারস্থ ইহান মার্কেটে আনুষ্ঠানিকভাবে মনোনীত সদস্যদের ফুল দিয়ে বরণ ও মিষ্টিমুখ করানো হয়। এক আবেগঘন পরিবেশে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন: শান্তিগঞ্জ উপজেলার সাবেক
স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল হেলিম, পশ্চিম বীরগাঁও ইউপি
যুবদল নেতা মোঃ আফজল হোসাইন,
যুবদলের সাংগঠনিক সম্পাদক রুবেল তালুকদার
প্রচার সম্পাদক মহাজ আহমেদ সোহান
যুবদল নেতা শিবুল মিয়া ও মোরছালিন প্রমুখ।
নেতাকর্মীরা বলেন, “এই কমিটিতে ত্যাগী এবং মাঠ পর্যায়ের রাজনীতিতে সক্রিয় নেতাদের অন্তর্ভুক্তি আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।”
পথচলায় নতুন দায়িত্ব পাওয়া নেতৃবৃন্দ দলের প্রতি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মোঃ আনছার উদ্দিনের বলয়ের নেতাকর্মীদের কার্যকর ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতা বিএনপির স্থানীয় রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।
তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলকে সুসংগঠিত করতে এ ধরনের সাহসী, অভিজ্ঞ ও জনসম্পৃক্ত নেতৃত্বকে সামনের দিনগুলোতে আরও কার্যকরভাবে কাজে লাগানো হবে—এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের।
ঢাকা
,
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










পশ্চিম বীরগাঁও বিএনপি কমিটিতে তোফায়েল ও জসীম, ফুলেল শুভেচ্ছায় বরণ
-
মান্নার মিয়া
- আপডেট সময় ০৮:১৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- ৫০১ বার পড়া হয়েছে
ট্যাগস