স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাতগাঁও জীবদারা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার(২৯জুলাই) দুপুর ১২টায় অত্র প্রতিষ্ঠানের হল কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম, জেলা পশুসম্পদ কর্মকর্তা, সুনামগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নুরে আলম সিদ্দিকী, মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার, শান্তিগঞ্জ উপজেলা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি জামাল আহমদ, সাবেক সদস্যবৃন্দ আবু লেইছ, আঃ রুপ, মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আজমত শাহ্,
শিমুলবাক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাসেল আহমদ, ইউপি সদস্য মাহবুব ইসলাম, শিক্ষক এস এম দিলোয়ার হোসেন এবং মোবাশ্বির আলী।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দেয়। ভবিষ্যতে আরও বেশি কৃতি শিক্ষার্থীর জন্ম হবে এই বিদ্যালয় থেকে — এমন আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
সুসংগঠিত এ আয়োজনে অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ঢাকা
,
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










সাতগাঁও জীবদারা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
-
মান্নার মিয়া
- আপডেট সময় ০৬:৪৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- ৫০৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ