স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবারের এসএসসি পরীক্ষায় হতাশাজনক ফলাফল করেছে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ১৭১ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেয় ১৬৮ জন। তাদের মধ্যে পাশ করেছে মাত্র ১০১ জন, যা পাশের হার মাত্র ৬০.১২%।
এই ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা ও ক্ষোভ। পুরো ব্যাচে মাত্র একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পেরেছে, যা প্রতিষ্ঠানটির এক সময়কার সুনামের সাথে যায় না বলেই মনে করছেন সচেতন অভিভাবকরা।
স্থানীয় এক অভিভাবক বলেন,
“শিক্ষকেরা ঠিকমতো ক্লাস নেন না, আবার প্রাইভেট পড়ানো নিয়েও চাপ দেন। এমন ফলাফল তো হবেই। আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত।”
একজন সদ্য পরীক্ষার্থী বলেন,
“আমরা অনেক কিছু ঠিকমতো বুঝে উঠতে পারিনি,নিয়মিত ক্লাসও হয়নি,কিন্তু ফল খারাপ হলে দোষ পড়ছে আমাদের ওপর।”
এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলার শিক্ষা কর্মকর্তাদের মতে,এ ধরনের ফলাফলের পেছনে দায়িত্বহীনতা,শিক্ষকের অনীহা, মনিটরিংয়ের অভাব এবং ছাত্রছাত্রীদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা বড় কারণ। তারা বলেন, আগামীতে এসব প্রতিষ্ঠানে বিশেষ তদারকি ও শিক্ষকদের জবাবদিহিতা নিশ্চিত না করলে আরও খারাপ অবস্থা হতে পারে।