স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ০৫ আগস্ট (সোমবার) বাদ আসর সুনামগঞ্জে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ মডেল মসজিদ থেকে শুরু হয়ে গণমিছিলটি পুরাতন বাসস্ট্যান্ড হয়ে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
গণমিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর এবং সুনামগঞ্জ-০১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলার নায়েবে আমীর ও সুনামগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট শামসউদ্দিন।
আরও বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ আলী
পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মো: মামুন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম
নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন এখন সময়ের দাবি।
তারা বলেন, আন্দোলনরত অবস্থায় শহীদ হওয়া নেতা-কর্মীদের রক্ত বৃথা যেতে পারে না। শহীদদের হত্যাকারীদের বিচার এই জাতির সামনে একটি বড় দাবি হয়ে থাকবে।
গণমিছিলে দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও তৌহিদি জনতা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।