স্টাফ রিপোর্টার:
সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসুন—এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৮ আগস্ট ) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল-২০২৫।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা শায়খ আব্দুল বছীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সুনামগঞ্জ জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, আমেরিকা শাখার জমিয়তের সাংগঠনিক সম্পাদক
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী,সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক
মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক
মাওলানা রফিক আহমদ উলাশনগরী,
প্রধান বক্তা ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারী এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ।
সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুহাইল আহমদ ইয়াহইয়া।
এছাড়াও জমিয়ত, যুব জমিয়ত, শ্রমিক জমিয়ত ও ছাত্র জমিয়তের কেন্দ্রীয় ও স্থানীয় অসংখ্য নেতৃবৃন্দ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বক্তারা বলেন—
“দুর্নীতি ও বৈষম্যের শৃঙ্খল ভেঙে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা ছাত্র সমাজের প্রধান দায়িত্ব।”
“জমিয়তের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও ইসলামী মূল্যবোধের পথে এগিয়ে আসতে হবে।”
“বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সংকট নিরসনে ছাত্র সমাজের ঐক্য ও নেতৃত্ব অপরিহার্য।”
সভায় উপস্থিত শিক্ষার্থী ও নেতৃবৃন্দ দলীয় শৃঙ্খলা ও ঐক্যবদ্ধ হয়ে সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান। জেলার বিভিন্ন উপজেলা ও থানা থেকে আগত শিক্ষার্থী ও কর্মী মিলনায়তনকে প্রাণবন্ত করে তোলে।
ঢাকা
,
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










সমাজব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকারে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল-২০২৫
-
মান্নার মিয়া
- আপডেট সময় ১১:০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- ৫০১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ