স্টাফ রিপোর্টার:
শান্তিগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫৯ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৮ জুলাই) রাতে উপজেলার দরগাপাশা ইউনিয়নের ছয়হারা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—তোফায়েল আহমেদ (২৫), পিতা- মৃত আব্দুস শুকুর, গ্রাম- আক্তাপাড়া; আলী হোসেন (৩৫), পিতা- মৃত হারুনুর রশীদ, এবং মো. দিলোয়ার হোসেন (৩০), পিতা- মো. লিম্বর আলী। দ্বিতীয় ও তৃতীয় আসামির বাড়ি দরগাপাশা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আকরাম আলীর নির্দেশনায় থানা পুলিশের একটি দল সফলভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ তিন আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে সোমবার (২৯ জুলাই) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ওসি আকরাম আলী বলেন, “মাদক নির্মূলে শান্তিগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”
ঢাকা
,
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










শান্তিগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী
-
মান্নার মিয়া
- আপডেট সময় ০৩:০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- ৫২৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ