পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “জুলাই পুনর্জাগরণ” অনুষ্ঠান মালা সম্পন্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “জুলাই পুনর্জাগরণ” উপলক্ষে বিশেষ অনুষ্ঠান মালা।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল—আবৃত্তি, চিত্রাঙ্কন, সংগীত পরিবেশনা ও আলোচনা পর্ব। শিশু শিক্ষার্থীরা নানা প্রতিভা প্রদর্শনের মাধ্যমে ইতিহাসচেতনাকে তুলে ধরার চেষ্টা করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বক্তা প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন এবং সহকারী শিক্ষিকা সালমা সুলতানা।
তাঁরা সবাই শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সৃজনশীলতায় সন্তোষ প্রকাশ করেন এবং এমন আয়োজন ভবিষ্যতেও নিয়মিত করার আহ্বান জানান।
এই আয়োজন বিদ্যালয়ে দেশপ্রেম, নৈতিকতা ও সংস্কৃতির চর্চাকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন শিক্ষক-অভিভাবকগণ।