স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ও সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এম এ সাত্তার।
মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) তিনি উপজেলার একাধিক পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। এ সময় তিনি বলেন—
“তারেক রহমানের নির্দেশে আমি আপনাদের পাশে এসেছি। যেকোনো সহযোগিতার প্রয়োজনে আমাকে আপনারা পাশে পাবেন।”
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান বাদশা, জাহেদ আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা জয়নুল হক, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম নাছির আহমেদ, যুবদল নেতা জয়নুল হোসেন, তালুকদার এ এইচ মিলন, আফরোজ আলী, জাবেদ মিয়া, মহিম উদ্দিন, সুহেল, গুলজার, মনোয়ার মিনু, ছাত্রদল নেতা জুয়েব হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা এম এ সাত্তারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
ঢাকা
,
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










শান্তিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন এম এ সাত্তার
-
মান্নার মিয়া
- আপডেট সময় ০১:০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- ৫০৫ বার পড়া হয়েছে
ট্যাগস