স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে টানটান উত্তেজনা সৃষ্টি হয়েছে। জেলা পরিষদের মালিকানাধীন জায়গায় দেয়াল নির্মাণকে কেন্দ্র করে কলেজ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে মালিকপক্ষের স্থাপনা ভাঙচুর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ ঘটনার পর সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুকান্ত সাহার সভাপতিত্বে ইউএনও কার্যালয়ে উভয় পক্ষের সঙ্গে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নেহার দাসের কাছ থেকে জমি কিনে সেখানে মার্কেট নির্মাণ করেন—
মাওলানা সিরাজুল ইসলাম,মাওলানা আনোয়ার পাশা,মাওলানা জসীম উদ্দিন,মাওলানা আবুল কালাম,মোঃ কাওসার,মোঃ জহির,আশিষ বিশ্বাস টিপু।
মার্কেটের সামনের অংশ জেলা পরিষদের জায়গা, যা সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রবেশপথের সঙ্গে যুক্ত। মালিকপক্ষ সেখানে ঢালাই করে চলাচলের রাস্তা তৈরি করলে কলেজ কর্তৃপক্ষ আপত্তি জানায়। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে শিক্ষার্থীরা গত সোমবার(১৫ সেপ্টেম্বর) দুপুরে ক্ষোভ প্রকাশ করে ভাঙচুর চালায়।
মার্কেট মালিকপক্ষের অভিযোগ, কমলমতি শিক্ষার্থীদের দিয়ে ভাঙচুর করানো মোটেও সঠিক হয়নি। তারা বলেন,শিক্ষার্থীরা লেখাপড়ার বয়সে রয়েছে, তাদের দিয়ে এই ধরনের কাজে উসকানি দেওয়া ভবিষ্যতের জন্য ভালো বার্তা নয়। সমস্যার সমাধান আইনি ও প্রশাসনিকভাবে হওয়াই উত্তম।”
বৈঠকে ইউএনও সুকান্ত সাহা বলেন,শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট জমির যে কোনো বিরোধ সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দ্রুত সরেজমিনে গিয়ে সবকিছু পর্যালোচনা করব এবং উভয় পক্ষের সঙ্গে আবারও বসে স্থায়ী সমাধানের ব্যবস্থা করব।
বৈঠকে উপস্থিত ছিলেন—
সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম
পাথারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম
সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তফা মিয়া
মোঃ আমিনুর রশীদ
সাবেক মেম্বার মোঃ ছুরাব আলী
মাওলানা সিরাজুল ইসলাম
মোঃ তারা মিয়া,হাজী আব্দুল হক
মোঃ জমিল হক,মাওলানা আনোয়ার পাশা,গোলাম কিবরিয়া,মোঃ মোশাহিদ আলী,
মোহাম্মদ আলী, জিয়াউর রহমান,রাকিব আলী, মোঃ আঙ্গুর মিয়া
সহ এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তি।
বৈঠকে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও অভিভাবকরা জানান, উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে দ্রুত সমাধান হলে দীর্ঘদিনের এই বিরোধের অবসান ঘটবে এবং এলাকায় স্থায়ী শান্তি ফিরে আসবে স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের কার্যকর পদক্ষেপে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও এলাকার সামাজিক স্থিতিশীলতা দুটোই বজায় থাকবে।
ঢাকা
,
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের জমি বিরোধে উত্তেজনা, ইউএনওর মধ্যস্থতায় সমঝোতা বৈঠক
-
মান্নার মিয়া
- আপডেট সময় ০১:০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- ৫০৫ বার পড়া হয়েছে
ট্যাগস