মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির সম্মেলন ঘিরে সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে হাটবাজার আর চায়ের আড্ডা। আলোচনার কেন্দ্রবিন্দু—কে কে হচ্ছেন উপজেলা বিএনপির আগামী দিনের কর্ণধার।
এই সম্মেলনে সাধারণ সম্পাদক পদে লড়ার ঘোষণা দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং একাধিকবার নির্বাচিত ইউপি সদস্য মো. সুজন মিয়া।
সুজন মিয়া বলেন,‘দীর্ঘদিন ধরে আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। স্বৈরাচার সরকারের আমলে শহীদ জিয়ার আদর্শে গড়া এই সংগঠনের রাজনীতি করতে গিয়ে একাধিক মামলার আসামি হয়ে কারাভোগ করেছি। তারপরও দমে যাইনি। তৃণমূল বিএনপিকে সংগঠিত করতে কাজ করে যাচ্ছি। বর্তমানে উপজেলার চারটি ইউনিয়নেই বিএনপি শক্ত অবস্থানে আছে। তাই তৃণমূল নেতা-কর্মীদের দাবির প্রেক্ষিতেই আমি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। আশা করি ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমার পাশে থাকবেন।’
আগামী পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন,‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক মধ্যনগর উপজেলা বিএনপিকে ঢেলে সাজানো হবে। তৃণমূলের অবহেলিত ও ঝিমিয়ে পড়া নেতা-কর্মীদের সক্রিয় করে জনগণের কাছে বিএনপির রাজনীতির সুবাতাস পৌঁছে দেব।’
ঢাকা
,
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী সুজন মিয়া
-
আশরাফ উদ্দিন হিল্লোল
- আপডেট সময় ১২:১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- ৫১৩ বার পড়া হয়েছে
ট্যাগস