স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুনামগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও ব্যবসায়ী মোহাম্মদ আমিনুর রশীদ (৪৮) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে মানহানিকর ভিডিও প্রকাশের অভিযোগে শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, ১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ রাত ৮টা ৫২ মিনিটে আমিনুর রশীদ দেখতে পান যে, “মান্নান voice of BD” নামে একটি ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। ওই আইডিতে তার ছবি ব্যবহার করে এডিট করা ভিডিও আপলোড করা হয়। এতে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন বলে অভিযোগ করেছেন।
এ বিষয়ে আমিনুর রশীদ জিডিতে উল্লেখ করেন, ভবিষ্যতে অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা ওই ভুয়া আইডি থেকে তার ছবি, ভিডিও বা অশোভন মন্তব্য প্রকাশ করতে পারে, যা তার ব্যক্তিগত সুনাম ও সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত করতে পারে।
শান্তিগঞ্জ থানা ডিউটি অফিসার মোহাম্মদ আমির উদ্দিন বিষয়টি রেকর্ডভুক্ত করেন। এ বিষয়ে তদন্তভার পান থানার এসআই নোবেল সরকার।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভুয়া ফেসবুক আইডি খুলে ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে মানহানিকর প্রচারণা চালানোর প্রবণতা বেড়েছে। এ ধরনের ঘটনার বিরুদ্ধে সবার সচেতন থাকার পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন।