ঢাকা , বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ধর্মীয় সম্প্রীতি ও সমঅধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি- মাহবুবুর রহমান Logo শান্তিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন এম এ সাত্তার Logo মধ্যনগরে বিএনপি নেতা ও যুবদল আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে জেলেদের বিক্ষোভ Logo শান্তিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩ Logo সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের জমি বিরোধে উত্তেজনা, ইউএনওর মধ্যস্থতায় সমঝোতা বৈঠক Logo পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি’র স্থায়ী ক্যাম্পাস দ্রুত স্থাপনের দাবিতে ছাতকে মানববন্ধন Logo বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী সুজন মিয়া Logo শান্তিগঞ্জে গাজীনগর সাতঘরিয়া গোষ্ঠীর উদ্যোগে সম্প্রীতির দৃষ্টান্ত Logo ভুয়া ফেসবুক আইডি থেকে অপপ্রচার: শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি Logo শান্তিগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমদের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১০:৫৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৫০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের পুরানবাড়ি এলাকার সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—
আবাদিতা কেশবা (৪০), স্বামী মৃত প্রণয় দাশ, সাং—উকিলপাড়া, সুনামগঞ্জ পৌর শহর।
প্রথমা চৌধুরী (১৬), ৭ম শ্রেণির ছাত্রী, সুনামগঞ্জ সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়।
সজল ঘোষ (৫০), সিএনজি চালক, সাং—নবীনগর, সুনামগঞ্জ পৌর শহর।
জানা গেছে, নিহত আবাদিতা কেশবা ও তাঁর মেয়ে প্রথমা চৌধুরী হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা হলেও সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ায় বসবাস করতেন। দুই বছর আগে স্বামী প্রণয় দাশ মারা যাওয়ার পর এবার মা-মেয়ে দুর্ঘটনায় প্রাণ হারান। এতে পরিবারের কোনো সদস্যই আর বেঁচে থাকলেন না।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টা ১০ মিনিটে সুনামগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা সিলেটগামী সিএনজিকে জোরে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হাসান জানান, হাসপাতালে আনার আগে তিনজনই মারা গিয়েছিলেন। প্রথমে একজনকে কিছু লোক হাসপাতালে নিলেও তিনি রাস্তাতেই মারা যান। পরে হাইওয়ে পুলিশ আরও দুইজনকে হাসপাতালে নিয়ে আসে।
এ ঘটনায় নিহতদের স্বজন গোবিন্দ কুমার দাশ জানান, নিহত তিনজনই ইসকন প্রভুর ভক্ত ছিলেন। তিনি এটিকে ভয়াবহ ও লোমহর্ষক দুর্ঘটনা বলে মন্তব্য করেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত চালকের নাম পারভেজ আহমদ (৩০), সে দিরাই থানার ভাটিপাড়া ইউনিয়নের মৃত জালাল উদ্দিনের ছেলে এবং বর্তমানে সিলেটের বাদামবাগিছায় বসবাস করে।
ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম। ফায়ার সার্ভিস টিম লিডার আলমগীর জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে এসে দু’টি লাশ উদ্ধার করা হয়।
জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার ওসি আবদুল আহাদ বলেন, ঘাতক ট্রাকচালককে আটকসহ ট্রাক ও সিএনজি আমাদের হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

ধর্মীয় সম্প্রীতি ও সমঅধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি- মাহবুবুর রহমান

শান্তিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

আপডেট সময় ১০:৫৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের পুরানবাড়ি এলাকার সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—
আবাদিতা কেশবা (৪০), স্বামী মৃত প্রণয় দাশ, সাং—উকিলপাড়া, সুনামগঞ্জ পৌর শহর।
প্রথমা চৌধুরী (১৬), ৭ম শ্রেণির ছাত্রী, সুনামগঞ্জ সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়।
সজল ঘোষ (৫০), সিএনজি চালক, সাং—নবীনগর, সুনামগঞ্জ পৌর শহর।
জানা গেছে, নিহত আবাদিতা কেশবা ও তাঁর মেয়ে প্রথমা চৌধুরী হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা হলেও সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ায় বসবাস করতেন। দুই বছর আগে স্বামী প্রণয় দাশ মারা যাওয়ার পর এবার মা-মেয়ে দুর্ঘটনায় প্রাণ হারান। এতে পরিবারের কোনো সদস্যই আর বেঁচে থাকলেন না।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টা ১০ মিনিটে সুনামগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা সিলেটগামী সিএনজিকে জোরে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হাসান জানান, হাসপাতালে আনার আগে তিনজনই মারা গিয়েছিলেন। প্রথমে একজনকে কিছু লোক হাসপাতালে নিলেও তিনি রাস্তাতেই মারা যান। পরে হাইওয়ে পুলিশ আরও দুইজনকে হাসপাতালে নিয়ে আসে।
এ ঘটনায় নিহতদের স্বজন গোবিন্দ কুমার দাশ জানান, নিহত তিনজনই ইসকন প্রভুর ভক্ত ছিলেন। তিনি এটিকে ভয়াবহ ও লোমহর্ষক দুর্ঘটনা বলে মন্তব্য করেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত চালকের নাম পারভেজ আহমদ (৩০), সে দিরাই থানার ভাটিপাড়া ইউনিয়নের মৃত জালাল উদ্দিনের ছেলে এবং বর্তমানে সিলেটের বাদামবাগিছায় বসবাস করে।
ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম। ফায়ার সার্ভিস টিম লিডার আলমগীর জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে এসে দু’টি লাশ উদ্ধার করা হয়।
জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার ওসি আবদুল আহাদ বলেন, ঘাতক ট্রাকচালককে আটকসহ ট্রাক ও সিএনজি আমাদের হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।