এই শহরে
দেলোয়ার হোসেন দিলু
মিষ্টি কথা থাকরে মনু মিষ্টি কথা থাক
তুমি আমি এই শহরে বৃষ্টি ভেজা কাক
এই শহরের অলিগলি যত পথের বাঁক
সবই চেনা চিনে সবাই জ্যান্ত পাখির ঝাঁক ।
সবুজ তো নাই এই শহরে ইট পাথরে সাঁটা
গোপনীয় সিসি টিভি খাম্বা জুড়ে আটা ।
রাস্ত জুড়ে খুড়াখুড়ি আটকে আছে জল
বৃষ্টি ছাড়া এই শহরে নামে যেথায় ঢল ।
এই শহরে চান্দা খুঁজে চা অলাদের কাছে
কে আর দেবে বেঘোরে প্রাণ কি আর বলার আছে
কেউ শুনে না কারো কথা সামনে পিছু চলা
কাজ না হলে আগ বাড়িয়ে যায় না কিছু বলা ।
রাস্তা ঘাটে যায় না চলা বুকে থাকে ডর
কখন জানি চিহ্ন হবে মুন্ড থেকে ধর
মায়া দয়া নাই তো দিলে নাই তো ভাল গুন
দিন দুপুরে এই শহরে মানুষ করে খুন ।
তুমি আমি এই শহরে উড়েই জুড়ে বসি
কি লাভ বলো নাক গলিয়ে করব ঘষাঘষি
কিন্তু ক্রোধের আগুন জ্বলে নিভে না রে আর
মনে হয় তো জ্বালিয়ে সব করিব ছারখার ।
বুকের তাজা রক্ত দিয়ে করছি স্বাধীন দেশ
বিদেশিদের চামচাগিরি হয়নি আজ ও শেষ
নিভে নারে ক্রোধের আগুন ঢালি যতই জল
পুড়ে মারুক সে আগুনে মীর জাফরের দল ।