ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কৃষকের নিয়োজিত ৫জন শ্রমিকের পাশাপাশি উপজেলার দুধবহর গ্রামের নূর জামান (৫৫) নামের এক কৃষকের গ্রাম সংলগ্ন শিমের বন্দে আবাদ করা ৩৪শতক আমন জমির ধান কর্তনের মধ্য দিয়ে এ উপজেলায় আমন ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে এই ধান কর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ তুষার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারিকুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ তুষার বলেন, এ উপজেলার ছয়টি ইউনিয়নে এবার তিন হাজার ৯৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। আগামী ২৫নভেম্বরের মধ্যে আমন ধান কর্তন শেষ হবে।
গত বছরের তুলনায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে।