দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পল্লী সমাজসেবা কার্যক্রম (আর এস এস) এর আওতায় কেয়ার বাংলাদেশ,সৌহার্দ্য ৩ প্লাস অ্যক্টিভিটির ১০ জন উপকারভোগীকে ঋণ বাবদ
নগদ ২ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে দোয়ারাবাজার উপজেলা সমাজ সেবা কর্যালয়ের উদ্যোগে
ঋণ প্রদানের এই কার্যক্রম সম্পন্ন হয়।
সেবাগ্রহীতাদের প্রতিজনের হাতে নগদ ২০ হাজার করে মোট ২ লাখ টাকা ঋণের চেক তুলেদেন দোয়ারাবাজার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশ, সৌহার্দ্য ৩ প্লাস’র
কর্মকর্তা (টেকনিক্যাল ম্যানাজার) মুঃ হারুনুর রশিদ, এফ এফ দ্বীপিকা রাণী মজুমদার,উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজ কর্মী মোঃ তাহির হোসেন, এ বি এম লোকমান হোসেন ও মোঃ বদরুল আমিন।
এই ১০ জন উপকারভোগী দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের টিলাগাঁও গ্রমের বাসিন্দা।
এই সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, সকল ঋণ গ্রহীতাকে পরিকল্পণা মত ঋণের টাকা উৎপাদনমুখী কাজে লাগানো এবং নিয়মিত কিস্তি পরিশোধ করে আগামীতে আরোও বড় অংকের ঋণ সুবিধা গ্রহণ করার অনুরোধ করেন। তিনি আগামীতে সৌহার্দ্য ও প্লাস অ্যক্টিভিটির আরোও পরীক্ষিত উপকারভোগীর মধ্যে তার বিভাগের মাধ্যমে এই ধরণের ঋণ কার্যক্রম পরিচালনার আশ্বাস প্রদান করেন।