তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে মানবতা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত অন্ত:ইউনিয়ন স্টুডেন্ট ফুটবল টুর্নামেন্ট সিজন-১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) বিকালে উপজেলার কলাগাঁও জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম।
সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নজির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সুবল, বাগলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র রায়, উত্তর শ্রীপুর ইউপি সদস্য রাশিদ কবির। এছাড়াও উপস্থিত ছিলেন, মানবতা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা নাসির উদ্দিন, জাহাঙ্গীর আলম তালুকদার, মোবারক হোসেন, আব্দুস সোবহান, আনোয়ারুল ইসলাম সাগর, নজরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ যে, মানবতা ছাত্রকল্যাণ পরিষদ সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন। এটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর হত দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে, দেশের ক্রান্তিলগ্নে ত্রাণ বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিয়েছে। এছাড়াও বাল্য বিবাহ প্রতিরোধ ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে উপজেলায় সংগঠনটি ব্যাপক প্রশংসিত হয়েছে।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে চারাগাঁও কলাগাঁও উচ্চ বিদ্যালয় বনাম হামিদ হালিমা বিদ্যা নিকেতন। খেলায় ১-০ গোলে বিজয়ী হয় হামিদ হালিমা বিদ্যানিকেতন।