ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo উন্নয়নের স্বপ্নে বঞ্চিত নবগঠিত মধ্যনগর টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে বাদ পড়ায় ক্ষোভ ও হতাশার ছায়া Logo শান্তিগঞ্জে দিনব্যাপী তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo শাল্লায় অফিসেই আত্মহত্যা করলেন অফিস সহকারী Logo সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর বৃক্ষ উৎসব সম্পন্ন Logo সুনামগঞ্জ জেলায় নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপারের যোগদান Logo দিরাই ডেভেলাপমেন্ট অর্গেনাইজেশন ইউকের উদ্দ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগীতা সম্পন্ন Logo নবনিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের ব্যবহারিক প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন Logo বিশ্বম্ভরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২ Logo পাথারিয়া ইউপি ৩ নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন মোঃফয়জুল হক Logo সোহম আমাদের জাগরণের পথ দেখিয়েছে – ইউএনও সনজিব সরকার

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগির সংখ্যা

  • কয়েছ মামুন
  • আপডেট সময় ১২:১৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

জগন্নাথপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ঠান্ডা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। তবে আক্রান্ত রোগীদের তালিকায় শিশুর সংখ্যাই বেশি।
আজ রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা গেছে, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে বেড়েছে রোগীর সংখ্যা। অনেক বাবা-মা জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে আসছেন। অনেকে আবার ৩-৪ দিন ধরে ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ রোববার পর্যন্ত হাসপাতালে ৭৬ রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে শিশু ৪০, নারী ১৮ ও পুরুষ ১৮ জন। তারা অধিকাংশই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। এ ছাড়া হাসপাতালে গত ১৫ দিনে ৫ শতাধিক ঠান্ডাজনিত রোগী চিকিৎসা নিয়েছেন।
দুই মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি থাকা কামরুল ইসলাম ডালিম বলেন, ‘ডায়রিয়া আক্রান্ত ৯ মাসের ছোট মেয়েকে নিয়ে চার দিন ধরে ভর্তি আছি। এর মধ্যে চার বছর বয়সী বড় মেয়ে অসুস্থ হয়ে পড়ায় আজ (রোববার) তাকেও ভর্তি করেছি।’
আরেক শিশুর মা রশিদা বেগম বলেন, ‘গত তিন দিন আগে ১০ মাসের শিশু সন্তানকে নিয়ে হাসপাতাল ভর্তি হই। এখন সে কিছুটা ভালো আছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বদরুদ্দোজা বলেন, শীতের তীব্রতা বাড়লে ঠান্ডাজনিত রোগ বেশি হয়। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশুরা। হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বেশি। আমরাও শিশুদের গুরুত্বসহকারে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।
তিনি বলেন, শীতের সময় সবার বাড়তি সতর্কতা অবলম্বন করা একান্ত প্রয়োজন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

উন্নয়নের স্বপ্নে বঞ্চিত নবগঠিত মধ্যনগর টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে বাদ পড়ায় ক্ষোভ ও হতাশার ছায়া

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগির সংখ্যা

আপডেট সময় ১২:১৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

জগন্নাথপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ঠান্ডা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। তবে আক্রান্ত রোগীদের তালিকায় শিশুর সংখ্যাই বেশি।
আজ রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা গেছে, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে বেড়েছে রোগীর সংখ্যা। অনেক বাবা-মা জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে আসছেন। অনেকে আবার ৩-৪ দিন ধরে ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ রোববার পর্যন্ত হাসপাতালে ৭৬ রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে শিশু ৪০, নারী ১৮ ও পুরুষ ১৮ জন। তারা অধিকাংশই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। এ ছাড়া হাসপাতালে গত ১৫ দিনে ৫ শতাধিক ঠান্ডাজনিত রোগী চিকিৎসা নিয়েছেন।
দুই মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি থাকা কামরুল ইসলাম ডালিম বলেন, ‘ডায়রিয়া আক্রান্ত ৯ মাসের ছোট মেয়েকে নিয়ে চার দিন ধরে ভর্তি আছি। এর মধ্যে চার বছর বয়সী বড় মেয়ে অসুস্থ হয়ে পড়ায় আজ (রোববার) তাকেও ভর্তি করেছি।’
আরেক শিশুর মা রশিদা বেগম বলেন, ‘গত তিন দিন আগে ১০ মাসের শিশু সন্তানকে নিয়ে হাসপাতাল ভর্তি হই। এখন সে কিছুটা ভালো আছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বদরুদ্দোজা বলেন, শীতের তীব্রতা বাড়লে ঠান্ডাজনিত রোগ বেশি হয়। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশুরা। হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বেশি। আমরাও শিশুদের গুরুত্বসহকারে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।
তিনি বলেন, শীতের সময় সবার বাড়তি সতর্কতা অবলম্বন করা একান্ত প্রয়োজন।