বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধ:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত ১ জন এবং জিআর পরোয়ানাভুক্ত ১জন সহ মোট ০২জন আসামী গ্রেফতার করে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।
০৭ জুলাই (সোমবার) পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মোখলেছুর রহমান অফিসার ইনচার্জ, বিশ্বম্ভরপুর থানা, সুনামগঞ্জ এর দিক নির্দেশনায় এএসআই/আবুল হোসেন, এএসআই/সাইফুদ্দিন, এএসআই/মোবারক হোসেন, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া আসামি’কে গ্রেফতার করে নিয়ে আসে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।
গ্রেফতার কৃত আসামি- সিআর নং-৩৮৩/১৪ এর সাজাপ্রাপ্ত (০১ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০,০০,০০০/-টাকা জরিমানা) আসামী মোঃ রফিকুল ইসলাম (), পিতা-মোঃ শাহাব উদ্দিন, স্থায়ী: গ্রাম- রতারগাঁও এবং জি আর নং-১৪০/২৪ এর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ রুহেল মিয়া (৩২), মোঃ রশিদ মিয়া, সাং-ছত্রিশ, উভয় থানা- বিশ্বম্ভরপুর, জেলা
–সুনামগঞ্জদ্বয়কে গ্রেফতার করেন।
বিশ্বম্ভরপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান জানান,
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।