স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
“বাসযোগ্য নিরাপদ পরিবেশে চাই” এই শ্লোগানকে সামনে রেখে যাদুকাটা নদী সংরক্ষণ সুরক্ষা সচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ২২) জানুয়ারী ২০২৫ বিকাল ২ ঘটিকায় তাহিরপুর উপজেলার কন্সফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন ও ই এন্ড ডি সিলেটের সার্বিক সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ পরিবেশে রক্ষা আন্দোলনের সভাপতি একে এম আবু নাসেরের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবু সাইদের সঞ্চালনায়, বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কামারুজ্জামান কামরুল, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আবুল কালাম, উপজেলা জামায়াতের আমীর রুকন উদ্দিন, সদর ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন, সাংবাদিক আবুল কাসেম সহ উপজেলার সচেতন নাগরিকবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা পরিবেশ সুরক্ষা ও সংরক্ষণের উপর গুরুত্বারোপ করে পরিকল্পিত নদী সংরক্ষণের জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন।
মুক্ত আলোচনায় বক্তারা বলেন, যাদুকাটা নদী এখন নদী নয়, নদী এখন সাগরে পরিনত হচ্ছে।
অপরিকল্পিতভাবে নদীর পাড় কেটে বালু কেখোরা নদীর অস্তিত্ব বিলীনের দিকে নিয়ে যাচ্ছে। এক শ্রেনীর মধ্যসত্বভোগীরা নিজেদের ফায়দা হাসিলের জন্য যত্রতত্র নদীর পাড় কেটে গ্রাম গুলোকে বিলুপ্তির পথে ঠেলে দিচ্ছে। তাদের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার আবুল হাসেম বলেন, আমরা যাদুকাটা নদীতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। ড্রেজার মেশিন ও শেইফ মেশিন সহ বালু উত্তোলনের সকল অবৈধ মেশিন আমরা জব্দ করতেছি। যাদুকাটা নদী সংরক্ষণ ও সুরক্ষায় সকল মহলের সহযোগিতা প্রয়োজন।
ঢাকা
,
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::










যাদুকাটা নদী সংরক্ষণ ও সুরক্ষায় সচেতনতা মুলক মতবিনিময় অনুষ্ঠিত।
-
মান্নার মিয়া
- আপডেট সময় ০৬:৩৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- ৫৪৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ