সিলেট সিটি করপোরেশনের (সিসিক) তত্বাবধায়নে ও শেভরন ও সুইস কন্টাক্টের যৌথ উদ্যোগে ‘উত্তরণ’ প্রকল্পের আওতায় সিলেটের যুবক-যুবতী ও তরুণ-তরুণীদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হয়েছে। সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই প্রকল্পটি।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার ভোলানন্দ নৈশ বিদ্যালয় ভবনে স্থাপন করা হয়েছে। শেভরন ও সুইস কন্টাক্টের যৌথ উদ্যোগে ‘উত্তরণ’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সিলেট সিটি করপোরেশন ‘পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ’র মাধ্যমে প্রশিক্ষণকেন্দ্রটি পরিচালনা করবে।
আগামী শনিবার (৩ ডিসেম্বর) ‘ভোলানন্দ-উত্তরণ কারিগরি প্রশিক্ষণকেন্দ্র’ নামের এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হতে যাচ্ছে । এদিন সকালে কেন্দ্র প্রাঙ্গন ও দরগাহ গেট এলাকার হোটেল স্টার প্যাসিফিকে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে সিলেট সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
প্রশিক্ষণকেন্দ্র প্রাঙ্গনে ফলক উন্মোচন হবে শনিবার সকাল ৯টায় এবং হোটেল স্টার প্যাসিফিকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে সাড়ে ৯টায়।
এ বিষয়ে জানতে চাইলে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী তিনি বলেন- শিক্ষাখাতে আমার স্বপ্ন হচ্ছে, কর্মমূখী শিক্ষায় এই প্রজন্মের শিক্ষার্থীদের গড়ে তোলা। আমরা সেই লক্ষ্য বাস্তবায়নের ধারাবাহিকতায় শেভরন ও সুইস কন্টাক্টের যৌথ উদ্যোগে ‘উত্তরণ’ প্রকল্পের আওতায় সিলেট মহানগরীর চৌহাট্টায় ভোলানন্দ নৈশ বিদ্যালয় ভবনে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। শনিবার এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।
মেয়র আরিফুল হক বলেন, এই প্রশিক্ষণ কেন্দ্রটি প্রতি বছর ১২০০ জনকে প্রশিক্ষণ দিতে সক্ষম । প্রাথমিকভাবে ওয়েল্ডিং, প্লামবিং এন্ড পাইপ ফিটিং, ইলেকট্রিকেল ইন্সটলেশন ও মেইনটেইনেন্স এবং হাউস কিপিং কোর্স পরিচালনা করা হবে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে শুধু দেশে নয়, বাহিরের দেশেও এই প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজ তাদের উন্নত জীবন গঠন করতে পারবে।