জামালগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জামালগ
উপজেলার ভাটি এলাকার সুনাম ধন্য ঐতিহ্য বাহী সাচনা বাজার সি এন বি রোডে গত ১০মার্চ অনুমান ভোর ০৫ ঘটিকায় নয়টি দোকান ঘর ভয়াবহ অগ্নি কান্ডে পুড়ে হয়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়।তাৎক্ষনিক ক্ষতি গ্রস্থদের দেখতেে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা, ক্ষতিগ্রস্থদের খোজ খবর নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শদেন। অন্য দিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালগঞ্জ উপজেলা শাখার আমীর হাবিবুর রহমানের নেতৃত্বে উপজেলার নেতৃবিন্দদের নিয়ে ক্ষতিগ্রস্থদের দেখতে যান, খোজ খবর নিয়ে সমবেদনা জানান। ক্ষতিগ্রস্থ দোকান মালিকগনহলেন জাফ,,ফরিদ মিয়া,রতন,হারুন,জুয়েল,ছিদ্দিক,সেসেলিম,বশির প্রমুখ।