এবার ক্রোয়েট গোলরক্ষক লিভাকোভিচ বীরত্বে কোয়ার্টারে উঠলো ক্রোয়েশিয়া। পেনাল্টি শুট আউটে ৩টি পেনাল্টিই অসাধারণভাব রুখে দেন তিনি। টাইব্রেকারে জাপানকে ৩-১ ব্যবধানে হারিয়ে তারা চলে গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। দুরন্ত খেলেও টাইব্রেকারে স্নায়ুর চাপের কাছে হার মানল জাপান। স্পেন, জার্মানিকে হারিয়ে নক আউটে ওঠার পর এদিন জাপানকে হারতে হল ভাগ্য আর স্নায়ুর কাছে। এদিন ম্যাচের নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। বিরতির ঠিক আগে দাইজেন মাইদা-র গোলে এগিয়ে যায় জাপান। এরপর ম্যাচের ৫৫ মিনিটে ইভান পারিসিচের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। এরপর অতিরিক্ত সময়েও গোল না হওয়া ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকার স্নায়ুর চাপে ভোগা জাপানীদের তিনটি শট আটকে ক্রোটদের জেতান গোলকিপার ডোমিনিক লিভাকোভিচ। টাইব্রেকার ক্রোয়েশিয়া জিতল ৩-১-এ।
টাইব্রেকারে তিনটি গোল করে ক্রোয়েশিয়া, সেখানে জাপানীরা তিনটি শট মিস করে, আর গোল করে মাত্র ১টি। এই নিয়ে টানা দুটো বিশ্বকাপের শেষ আটে উঠল ক্রোটরা।