রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলে। সন্ধ্যার পর থেকে রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয় পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বুধবার (৭ নভেম্বর) দুপুর থেকে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর নয়াপল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জুয়েলকে আটক করা হয়েছে।
এ ছাড়াও বিএনপি অফিস থেকে বিভিন্ন স্তরের ৪০০-৫০০ নেতাকর্মীকে আটক করে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়।
এসময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের গেইটে মাটিতে বসে থাকতে দেখা গেছে।