স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধির শান্তিপুর গ্রামে ৬ টি বসতঘর হঠাৎ করেই ধসে পড়ছে৷ গত বুধবার থেকে ভাঙন শুরু হয়ে এখন একে একে দালান কোটা, টিউবওয়েল, ল্যাট্রিন, রান্নাঘর ভেঙে পড়ছে। এতে চরম বিপাকে পড়েছেন এই ৬টি পরিবারের লোক৷
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, জয়সিদ্ধি শান্তিপুর গ্রামের তরমুজ আলী, খওয়াজ আলী, হরমুজ আলী, আব্দুল নুর, আব্দুল কাহার ও মালিক সহ তাদের বসতঘরের পিছনে গাইডওয়াল থাকলেও মাঝ থেকে ভাঙন দেখা দিয়ে দালান কোটা ধ্বসে পড়ছে। অবশিষ্ট যে ঘর রয়েছে সেগুলাও ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে৷
এদিকে বসতঘর ধসে পড়ার খবরে উক্ত এলাকা পরিদর্শন করেছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। এসময় উপস্থিত ছিলেন পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন সহ প্রমূখ৷
উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, ঘর নির্মানে কোন ইঞ্জিয়ারিং প্ল্যানিং করা হয়নি। এজন্য মাটি ধস নামায় বসতঘর ধসে পড়ছে।
যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমরা সহমর্মিতা জানাই৷ তারা আমাকে পানির অসুবিধার কথা জানিয়েছেন। এই বিষয়টি দ্রুত দেখে তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন তিনি।