জগন্নাথপু(সুনামগঞ্জ)প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯শে জুন রোজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের “তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ ” অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা প্রণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম বকুল, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আংগুর মিয়া, প্রেসক্লাব এর সভাপতি তাজউদ্দিন আহমেদ ও জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সভাপতি হুমায়ূন কবির সহ তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন জগন্নাথপুর উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।