স্টাফ রিপোর্টার:
পাথারিয়া গ্রামের পুর্তগাল প্রবাসী মোঃ পাশা মিয়ার বিবাহ অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। রবিবার(২০জুলাই) বিকাল ৩ ঘটিকায় আল ফেরদৌস কমিউনিটি সেন্টারে আয়োজিত এই বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রবাসী নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য ও শান্তিগঞ্জ উপজেলার সাবেক দুই বারের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলামের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ তালহা আলম, এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, প্রবাসী ও পাথারিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা জানান।
বিবাহ অনুষ্ঠানে ছিল অপূর্ব আয়োজন, আতিথেয়তায় ছিল সৌহার্দ্যের ছোঁয়া। প্রবাসীদের মিলনমেলাতেও রূপ নেয় এই আয়োজনে।
নবদম্পতির সুখী ও শান্তিপূর্ণ দাম্পত্য জীবনের জন্য সকল অতিথি শুভকামনা জানান।
উল্লেখ্য,মোঃ পাশা মিয়া দীর্ঘদিন ধরে ইউরোপের দেশ পর্তুগালে বসবাস করছেন এবং সেখানকার প্রবাসী সমাজেও রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা ও অবদান।