দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধি:
১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য সমাবেশকে সফল করার আহবান জানিয়ে দিরাইয়ে মিছিল-সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ, দিরাই উপজেলা শাখা। বুধবার বেলা দুই টার দিকে পৌর শহরের মধ্যবাজার জামে মসজিদের সামন থেকে মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা পয়েন্টে সমাবেশ করেন তারা। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও জামায়াত নেতা ইমরান হোসাইনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা লুৎফুর রহমান, সেক্রেটারি আল আমিন, বায়তুলমাল স¤পাদক রায়হানুল ইসলাম, পৌর সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।