স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) কার্ড বিতরণের জন্য উপকারভোগী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১২জুলাই) সকাল ১১ঘটিকায় পাথারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দরিদ্র, বিধবা ও অসহায় নারীরা উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দেন এবং তালিকাভুক্ত হওয়ার আশায় অংশগ্রহণ করেন।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে স্বচ্ছ প্রক্রিয়ায় উপকারভোগী নির্বাচন কার্যক্রম পরিচালিত হয়। এসময় ইউনিয়ন ট্যাগ ও উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মাসুূদ সরকার,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম ও সদস্যবৃন্দ উপস্থিত থেকে আবেদন যাচাই-বাছাই করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইউনিয়ন সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিজিডি কর্মসূচির মাধ্যমে বাছাইকৃত নারীরা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতি মাসে চালসহ বিভিন্ন সহায়তা পাবেন, যা তাদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।
ঢাকা
,
শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










পাথারিয়া ইউনিয়নে ভিজিডি কার্ড বাছাই কার্যক্রম অনুষ্ঠিত
-
মান্নার মিয়া
- আপডেট সময় ০৭:১৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- ৫০১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ