সুনামগঞ্জ সংবাদদাতাঃ
সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠিত হয়েছে। এতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন হাছন রাজার প্রপৌত্র দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন।
শনিবার রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের যৌথ স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে রয়েছেন মো. হারুনুর রশিদ, আতাউর রহমান স্বপন, আবু সালেহ নাসিম, ইসহাক আমিনি ও শহিদুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন, আলাল উদ্দিন, ড. করিম মিয়া, শিবনাথ বিশ্বাস, জুলপাশ খান, ফয়সাল আহমেদ, শাহানুর আলম, বিকাশ রঞ্জন তালুকদার, মো. রেজাউল করিম, আমিনুল হক শিপন, মির্জা আব্দুল অদুদ, আলী হোসেন খান, মো. নুরুল ইসলাম, আজাদ নুর মিয়া, শ্যামল দত্ত, হাসান আল মাসুম, হাফেজ আরিফুল ইসলাম সরকার, মো. শামিম আহমেদ, মো. আব্দুর রহমান দোলাল, হাফিজ আহমদ, সাদিকুর রহমান, রফিক আহমদ, মো. সাইফুল ইসলাম, মকবুল হোসেন ও মো. আলী রাজ আহমেদ।
দায়িত্বপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন জানান, জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয় নাগরিক পার্টির পথচলা শুরু হয়েছে। তিনি বলেন, “আমরা ফ্যাসিবাদ ও বৈষম্যের অবসান ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করব।”
তিনি আরও জানান, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের পাঁচটি আসনে এনসিপি প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।