স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের মদনপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জাবেদ (৩০), পিতা আবুল কাসেম, সাং পূর্ব এজদালিয়া, জেলা নোয়াখালী।
রবিবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর শাহী মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই জাবেদ মারা যান।
জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, “দূর্ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করি এবং দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে।”
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত জাবেদ কাভার্ডভ্যানে সহকারী হিসেবে কাজ করতেন।
লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে হাইওয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।