নিজস্ব প্রতিবেদকঃ
- আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে গণমাধ্যমের ভূমিকা নিয়ে ব্রিফিং করেন আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবীর। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ই-প্রেস ক্লাবের কেন্দ্রীয় নেতা সিলেট বিভাগীয় প্রধান ও ই-প্রেস নিউজের নির্বাহী সম্পাদক সাংবাদিক মাসুদ লস্কর। ০৯ ডিসেম্বর বিকাল ৪’০ টায় ঢাকাস্থ নিজস্ব কার্যালয়ে ব্রিফিং কালে সংগঠন এর চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবীর বলেন, দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও দুর্নীতি সংশ্লিষ্ট তথ্য উদঘাটনে গণমাধ্যমের ভূমিকাকে আরো জোরদার ও ফলপ্রসূ করার লক্ষ্যে গণমাধ্যম কে স্বাধীন করতে হবে।
দুর্নীতিমুক্ত বাংলাদেশে বসবাস করা প্রত্যেকের স্বপ্ন। এটা সহজ নয়, আবার অসম্ভবও নয়। দায়িত্বশীল গণমাধ্যম একজন দুর্নীতিগ্রস্থ লোককে দুর্নীতি থেকে নিবৃত করতে সহায়ক ভূমিকা রাখতে পারে। সততা, স্বচ্ছতা এবং দুর্নীতি বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দুর্নীতি একটি বৈশ্বিক সমস্যা। সেজন্য বৈশ্বিকভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা অগ্রাধিকার হওয়া উচিত। আমরা জানি, দুর্নীতিবাজদের বিচারের বিলম্ব করা, দায়িমুক্তির সংস্কৃতি জন্ম দেয়। বিচারহীনতা এবং নিষ্ক্রিয়তা ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ পথ পরিহার করতে শেখায়। দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের কন্ঠ রোধ না করে স্বাধীন মত প্রকাশের সুযোগ প্রদান করতে হবে । তার জন্য সাংবাদিকদের থাকতে হবে স্বচ্ছ। তখন ই প্রেস ক্লাবের নেতারা অঙ্গীকার করে বলে, আমরা দূর্নীতি করব না এবং দূর্নীতি করতে দিব না।
সাংবাদিক মাসুদ লস্কর বলেন, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার। তিনি বলেন ই-প্রেস ক্লাবের মুল শ্লোগান হল “দূর্নীতিকে না বলুন “। আমি ও আমার সংগঠন দূর্নীতি মুক্ত।সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রশাসনকে সহযোগিতা করার মাধ্যমে দেশের দূর্নীতি কমানো সম্ভব বলে তিনি মনে করেন।