বাংলাদেশ-ভারত সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে স্বস্তির জয় পেল ভারত। শনিবার চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডে ২২৭ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগার বাহিনী। বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৪ ওভারে ১৮২ রানে গুটিয়ে য়ায় স্বাগতিকরা। তবে প্রথম ও দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ জেতার ফলে সিরিজ জয় নিশ্চিত হয়ে যায় টাইগারদের।
মিরপুরে টানা দুই ওয়ানডে জিতে শেষ ওয়ানডে বোলিং ও ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ভারতের দেয়া ৪১০ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় বাংলাদেশ। দলের পক্ষে সাকিব আল হাসান সর্বোচ্চ ৪৩ রান করেন ৫০ বলে চার বাউন্ডারিতে। এছাড়া ক্যাপ্টেন লিটক কুমার দাস ২৯,ইয়াসির আলী ২৫ ও মাহমুদউল্লাহ রিয়াদ ২০ রান করেন। ব্যাট হাতে আর কেউ সুবিধা করতে পারেনি।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইশান কিশানের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে ৫০ওভারে ৮ উইকেটে ৪০৯ রানের রানের পাহাড় গড়ে ভারত। তৃতীয় ওয়ানডে নিয়মিত ক্যাপ্টেন রোহিত শর্মার জায়গায় খেলতে নেমেই বাজিমাত। সাকিব আল হাসান-মুস্তাফিজুর রহমানদের দিশেহারা করে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেন ভারতের এই ওপেনার।
এই ডাবল সেঞ্চুরিতে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন ঈশান। ১২৬ বলে তার গড়া এই কীর্তি ওয়ানডে ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরি। যা ওয়ানডে ইতিহাসে সপ্তম ব্যাটার হিসেবে এমন কৃতী গড়লেন ভারতীয় এই ক্রিকেটার। ডাবল সেঞ্চুরি করতে ব্যাটার খেলেছেন মাত্র ১২৬ বল। দিনের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫ রানে ওপেনার শিখর ধাওয়ানকে হারায় ভারত।
এরপর অবশ্য বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে রীতিমত লিটন দাসের দলকে চাপে রাখে ভারতীয় এই দুই ব্যাটার। ৮৫ বলে সেঞ্চুরি তুলেন। শেষ পর্যন্ত ১৩১ বলে ২৪ চার ও ১০ ছক্কায় ২১০ রান করে তাসকিনের বলে দিায় নেন। এই ওপেনার। সতীর্থকে হারিয়ে অন্যপ্রান্তে বিরাট কোহলি তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ৪৪ তম সেঞ্চুরি। তবে এরপর বেশিক্ষণ টিকতে পারেনি তিনি। ৯১ ওভারে ১১৩ রান করে সাকিব আল হাসেন বলে বিদায় নেন।
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শুরুতে মেহেদী হাসান মিরাজ দলের হয়ে প্রথম সাফল্য এনে দেন শিখর ধাওয়ানকে ফিরিয়ে। বল হাতে বাংলাশের হয়ে এবাদত-তাসকিন ও সাকিব নেন দুটি করে উইকেট।