ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও নিরপরাধ বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত Logo জগন্নাথপুরের ওসি মোখলেছুর রহমান আকন্দকে শিবির কর্মী বলে প্রচারণা চালানোয় জগন্নাথপুর উপজেলা জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ। Logo শান্তিগঞ্জের জয়সিদ্ধি-বসিউয়াখাউরী গ্রামে বিএনপির কর্মী সভা Logo জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo জগন্নাথপুর উপজেলার ৬ নং রাণীগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর কমিটি গঠন Logo পরিবেশ নষ্ট করে কোন বাঁধ নির্মাণ হবেনা – পরিবেশ উপদেষ্টা Logo হাওরের জন্য সরকারের মাস্টার প্লান আছে- উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo জগন্নাথপুরে কমিউনিটি ক্লিনিক এর মাসিক সভা অনুষ্ঠিত Logo মাটিয়াইন ও টাঙুয়ার হাওর পরিদর্শন….. আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা Logo নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক ইউনিয়ন কর্মশালা

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০তে প্রথম জয় টাইগারদের

ভেন্যু চট্টগ্রামে শেষ ওয়ানডে জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। এবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচও জিতলো বাংলাদেশ। একই সাথে টি-২০তে বাংলাদেশের এটি ৫০তম জয়। বৃটিশদের ১৫৬ রানে আটকে দেওয়ার পর নাজমুল হোসেন শান্তর ঝড়ো ইনিংসে জয়ের ভিত গড়ে তারা। এরপর সাকিব আল হাসানের ব্যাটে ১২ বল হাতে রেখেই ৬ উইকেটের দাপুটে জয় পায় স্বাগতিকরা। সাকিব-শান্তকে যোগ্য সঙ্গ দেন অভিষিক্ত হৃদয় ও আফিফ। ২৪ বলে ৬ চারে ৩৪ রান করা সাকিব যখন ১৮তম ওভারের শেষ বলে ক্রিস জর্ডানকে চার মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তখন অন্য প্রান্তে আফিফ অপরাজিত ছিলেন ১৫ রানে। নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় দ্রুত ফিরে গেলেও তাদের ঝড়ো জুটিতে বাংলাদেশের ওপর চাপ কম পড়েছিল। সাকিব আল হাসান ও আফিফ হোসেন স্নায়ু ধরে রেখে দলকে টেনে তুলছেন।১৫৭ রানের টার্গেটে নেমে বাংলাদেশকে শক্ত অবস্থানে রেখে ফিরে গেলেন তৌহিদ হৃদয়। নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৩৯ বলে ৬৫ রানের জুটি গড়েন তিনি। তার ইনিংসে ছিল একটি ছক্কা ও দুটি চার। ১৭ বলে ২৪ রান করেন হৃদয়। ১০৮ রানে তৃতীয় উইকেট পড়ে বাংলাদেশের। পরের ওভারে মার্ক উডের কাছে বোল্ড হন শান্ত। ৩০ বলে ৮ চারে ৫১ রান করেন তিনি।৬১ বল খেলে বাংলাদেশের স্কোর একশ হলো। নাজমুল হোসেন শান্ত ১১তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নেন। তাতে বাংলাদেশ করে ২ উইকেটে ১০০ রান। পরের ওভারের প্রথম বলে হাফ সেঞ্চুরি উদযাপন করেন শান্ত। ২৭ বলে ৮ চারে তৃতীয় ফিফটি মারলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের দুই ওয়ানডেতেও হাফ সেঞ্চুরি করেন এই ব্যাটসম্যান।পাওয়ার প্লেতে ৫৪ রান করেছিল বাংলাাদেশ। ২ উইকেট হারায় তারা। নিঃসন্দেহে ভালো সংগ্রহ। স্কোরবোর্ড আরও আকর্ষণীয় করে তোলেন নাজমুল হোসেন শান্ত। সপ্তম ওভারে মার্ক উডকে প্রথম চার বলে চারটি বাউন্ডারি মারেন তিনি। তাতে ৭ ওভারে স্কোর ২ উইকেটে ৭১ রান। পরের দুই ওভারে বল বুঝে আরও দুটি চার হাঁকান শান্ত।দুই ওপেনারকেই পাওয়ার প্লের মধ্যে হারালো বাংলাদেশ। চতুর্থ ওভারে রনি তালুকদারকে ফেরান আদিল রশিদ। তাকে অনুসরণ করেন লিটন দাস পরের ওভারেই। জোফরা আর্চারের বল পুল করে মিড অনে ক্রিস ওকসকে সহজ ক্যাচ দেন তিনি। ১০ বলে ২ চারে ১২ রান করেন লিটন।৮ বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তনে দারুণ খেলছিলেন রনি তালুকদার। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। আদিল রশিদের গুগলিতে ভেঙে যায় তার স্টাম্প। ১৪ বলে চার চারে ২১ রানে থামেন রনি। দুই বল পর নাজমুল হোসেন শান্তর বিরুদ্ধে ইংলিশ স্পিনার এলবিডব্লিউর আবেদন জানালে আম্পায়ার আউট দেন। তবে রিভিউ নিয়ে বেঁচে যান শান্ত। আল্ট্রাএজে বল তার ব্যাট স্পর্শ করতে দেখা গেছে।বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করে ৬ উইকেটে ১৫৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ইংল্যান্ড। চট্টগ্রামে দুই ওপেনারে যেভাবে শুরুটা হয়েছিল, তাতে বড় স্কোরই প্রত্যাশা করা হচ্ছিল। তবে যে লক্ষ্যে শুরুতে বোলিং নেওয়া। তাতে বলা যায় সফল হয়েছে স্বাগতিক দল। একটা পর্যায়ে নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংল্যান্ডের রানার চাকা বেঁধে রাখতে সক্ষম হয়েছে। ১৭তম ওভারের আগ পর্যন্ত ঝড়ো গতিতে রান তুলছিলেন অধিনায়ক জস বাটলার। ৪২ বলে ৬৭ রান করা বাটলারের ঝড় থামিয়েছেন হাসান মাহমুদ। তার আউট হতেই ঝড় থেমে যায় ইংলিশদের। পরবর্তী চার ওভারে রান চেক দেওয়ার পাশাপাশি মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদরা দ্রুত উইকেট তুলে নেওয়ায় সেভাবে রান তুলতে পারেনি সফরকারী দল।২৬ রানে দুটি উইকেট নেন হাসান মাহমুদ। একটি করে উইকেট নেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান।শেষে দিকে পর্যাপ্ত রান তুলতে না পারায় ১৯তম ওভারেই পতন হয়েছে পঞ্চম উইকেটের। শেষ ওভারে ক্রিস ওকসও কিছু করতে পারেননি। স্লোয়ারে বিভ্রান্ত করে ‍ওকসকে ১ রানে ফিরিয়ে রানের চাকা বেঁধে রাখতে ভূমিকা রেখেছেন তাসকিন।বাটলার ঝড় থামানোর পর রানের গতিও কমে আসে ইংল্যান্ডের। বলা যায় শেষ দিকে রানের রাশ বেশ ভালো মতোই টেনে ধরে রাখতে পারে হাসান-মোস্তাফিজরা। তাতে উইকেট তুলে নেওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছে। ১৯তম ওভারে হাসান মাহমুদের বলে আগ্রাসী হতে গিয়ে ক্যাচ তুলে আউট হয়েছেন স্যাম কারান। ১১ বলে ৬ রানে ফিরেছেন তিনি। তাতে ছিল না কোনও বাউন্ডারি।ডাকেটকে বোল্ড করার পরের ওভারে আউট হয়েছেন জস বাটলারও। শুরুতে থেকে ইংলিশ অধিনায়কের ব্যাটে চড়েই সফরকারীরা রানের চাকা সচল রাখতে পেরেছিল। ঝড়ো ফিফটি তুলে নেওয়া এই ব্যাটারকে ১৭তম ওভারের প্রথম বলেই নাজমুলের ক্যাচে পরিণত করেছেন হাসান মাহমুদ। তাতে ৪২ বলে ৬৭ রানে থেমেছে বাটলারের ইনিংস। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৪টি ছয়।৮৮ রানে দ্রুত সময়ে দুই উইকেট পড়ে যাওয়ায় কিছুটা ছন্দপতন হয়েছিল ইংলিশদের ইনিংসে। সেই ধাক্কা ভালো করেই সামাল দিয়েছেন বেন ডাকেট-জস বাটলার জুটি। ৪৭ রান যোগ করেন তারা। বেশি কৌশলে খেলতে থাকা ডাকেটকে থিতু হতে দেননি মোস্তাফিজুর। ১৬তম ওভারের শেষ বলে দারুণ এক ডেলিভারিতে তাকে বোল্ড করেছেন। ডাকেট ১৩ বলে করেছেন ২০ রান। তাতে ছিল ৩টি চার।সাকিবের হাতে ১৯ রানে জীবন পেয়েছিলেন বাটলার। পরে তা দুর্দান্তভাবে কাজেও লাগিয়েছেন। হাসান মাহমুদের বলে ছক্কা মেরে পূরণ করেছেন ক্যারিয়ারের ২০তম ফিফটি। বাটলার ফিফটি করেছেন ৩২ বলে।৮০ রানের ওপেনিং জুটি ভাঙার পরই ছন্দ পতন হয় ইংল্যান্ডের। মারকুটে ব্যাটার ডেভিড মালানকে হাত খুলতে দেননি সাকিব। ১২তম ওভারে উঠিয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে শান্তর ক্যাচে পরিণত হয়েছেন তিনি। মালান ৭ বল খেললেও ৪ রান করতে পেরেছেন।আগ্রাসী ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ঝড়ো গতিতে রান তুলছিলেন ফিল সল্ট-বাটলার। জীবনও পেয়েছিলেন তারা। দশম ওভারে সল্টকে গ্লাভসবন্দি করে ৮০ রানের জুটি ভেঙেছেন নাসুম। অবশ্য আম্পায়ার শুরুতে আউট দিলে সল্ট রিভিউ নিয়েছিলেন। কিন্তু সাফল্য আসেনি তাতে। রিপ্লেতে দেখা গেছে, বল ব্যাটে লেগে লিটনের গ্লাভসে জমা পড়েছে। আগ্রাসী ব্যাটিংয়ে সল্ট ৩৫ বলে ৩৮ রানে ফিরেছেন। তাতে ছিল ৪টি চার ও ১টি ছয়।টস হেরে ব্যাট করতে নামলেও শুরুটা আগ্রাসী ভঙ্গিতে করেছে ইংল্যান্ড। দুই ওপেনার ফিল সল্ট ও জস বাটলার চাহিদা বুঝে পাওয়ার প্লেতে রান তুলেছেন। ৬ ওভারে যোগ করেছেন ৫১ রান।ইংল্যান্ডের ঝড়ো গতিতে রান তোলার বিপরীতে পঞ্চম ওভারে দুটি আউটের সুযোগও হাতছাড়া হয়েছে। নিজের করা প্রথম বলে সল্টের ফিরতি ক্যাচ হাতে জমাতে পারেননি নাসুম। পঞ্চম বলে বাটলার বল উঠিয়ে দিলে মিড অনে সেটি ফেলে দিয়েছেন সাকিব।পয়মন্ত ভেন্যু চট্টগ্রামে শেষ ওয়ানডে জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে একই মাঠে আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে টস জিতলেও ইংল্যান্ডকে শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়েছে।বিপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে বেশ কয়েকজন নতুন ক্রিকেটার আসায় চমক অপেক্ষা করছিল। প্রথম ম্যাচে অভিষেক হচ্ছে টপ অর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়ের। ৮ বছর পর ফেরা রনি তালুকদারেরও একাদশে জায়গা হয়েছে।

 

 

 

 

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও নিরপরাধ বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০তে প্রথম জয় টাইগারদের

আপডেট সময় ০৭:২১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩

ভেন্যু চট্টগ্রামে শেষ ওয়ানডে জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। এবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচও জিতলো বাংলাদেশ। একই সাথে টি-২০তে বাংলাদেশের এটি ৫০তম জয়। বৃটিশদের ১৫৬ রানে আটকে দেওয়ার পর নাজমুল হোসেন শান্তর ঝড়ো ইনিংসে জয়ের ভিত গড়ে তারা। এরপর সাকিব আল হাসানের ব্যাটে ১২ বল হাতে রেখেই ৬ উইকেটের দাপুটে জয় পায় স্বাগতিকরা। সাকিব-শান্তকে যোগ্য সঙ্গ দেন অভিষিক্ত হৃদয় ও আফিফ। ২৪ বলে ৬ চারে ৩৪ রান করা সাকিব যখন ১৮তম ওভারের শেষ বলে ক্রিস জর্ডানকে চার মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তখন অন্য প্রান্তে আফিফ অপরাজিত ছিলেন ১৫ রানে। নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় দ্রুত ফিরে গেলেও তাদের ঝড়ো জুটিতে বাংলাদেশের ওপর চাপ কম পড়েছিল। সাকিব আল হাসান ও আফিফ হোসেন স্নায়ু ধরে রেখে দলকে টেনে তুলছেন।১৫৭ রানের টার্গেটে নেমে বাংলাদেশকে শক্ত অবস্থানে রেখে ফিরে গেলেন তৌহিদ হৃদয়। নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৩৯ বলে ৬৫ রানের জুটি গড়েন তিনি। তার ইনিংসে ছিল একটি ছক্কা ও দুটি চার। ১৭ বলে ২৪ রান করেন হৃদয়। ১০৮ রানে তৃতীয় উইকেট পড়ে বাংলাদেশের। পরের ওভারে মার্ক উডের কাছে বোল্ড হন শান্ত। ৩০ বলে ৮ চারে ৫১ রান করেন তিনি।৬১ বল খেলে বাংলাদেশের স্কোর একশ হলো। নাজমুল হোসেন শান্ত ১১তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নেন। তাতে বাংলাদেশ করে ২ উইকেটে ১০০ রান। পরের ওভারের প্রথম বলে হাফ সেঞ্চুরি উদযাপন করেন শান্ত। ২৭ বলে ৮ চারে তৃতীয় ফিফটি মারলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের দুই ওয়ানডেতেও হাফ সেঞ্চুরি করেন এই ব্যাটসম্যান।পাওয়ার প্লেতে ৫৪ রান করেছিল বাংলাাদেশ। ২ উইকেট হারায় তারা। নিঃসন্দেহে ভালো সংগ্রহ। স্কোরবোর্ড আরও আকর্ষণীয় করে তোলেন নাজমুল হোসেন শান্ত। সপ্তম ওভারে মার্ক উডকে প্রথম চার বলে চারটি বাউন্ডারি মারেন তিনি। তাতে ৭ ওভারে স্কোর ২ উইকেটে ৭১ রান। পরের দুই ওভারে বল বুঝে আরও দুটি চার হাঁকান শান্ত।দুই ওপেনারকেই পাওয়ার প্লের মধ্যে হারালো বাংলাদেশ। চতুর্থ ওভারে রনি তালুকদারকে ফেরান আদিল রশিদ। তাকে অনুসরণ করেন লিটন দাস পরের ওভারেই। জোফরা আর্চারের বল পুল করে মিড অনে ক্রিস ওকসকে সহজ ক্যাচ দেন তিনি। ১০ বলে ২ চারে ১২ রান করেন লিটন।৮ বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তনে দারুণ খেলছিলেন রনি তালুকদার। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। আদিল রশিদের গুগলিতে ভেঙে যায় তার স্টাম্প। ১৪ বলে চার চারে ২১ রানে থামেন রনি। দুই বল পর নাজমুল হোসেন শান্তর বিরুদ্ধে ইংলিশ স্পিনার এলবিডব্লিউর আবেদন জানালে আম্পায়ার আউট দেন। তবে রিভিউ নিয়ে বেঁচে যান শান্ত। আল্ট্রাএজে বল তার ব্যাট স্পর্শ করতে দেখা গেছে।বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করে ৬ উইকেটে ১৫৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ইংল্যান্ড। চট্টগ্রামে দুই ওপেনারে যেভাবে শুরুটা হয়েছিল, তাতে বড় স্কোরই প্রত্যাশা করা হচ্ছিল। তবে যে লক্ষ্যে শুরুতে বোলিং নেওয়া। তাতে বলা যায় সফল হয়েছে স্বাগতিক দল। একটা পর্যায়ে নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংল্যান্ডের রানার চাকা বেঁধে রাখতে সক্ষম হয়েছে। ১৭তম ওভারের আগ পর্যন্ত ঝড়ো গতিতে রান তুলছিলেন অধিনায়ক জস বাটলার। ৪২ বলে ৬৭ রান করা বাটলারের ঝড় থামিয়েছেন হাসান মাহমুদ। তার আউট হতেই ঝড় থেমে যায় ইংলিশদের। পরবর্তী চার ওভারে রান চেক দেওয়ার পাশাপাশি মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদরা দ্রুত উইকেট তুলে নেওয়ায় সেভাবে রান তুলতে পারেনি সফরকারী দল।২৬ রানে দুটি উইকেট নেন হাসান মাহমুদ। একটি করে উইকেট নেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান।শেষে দিকে পর্যাপ্ত রান তুলতে না পারায় ১৯তম ওভারেই পতন হয়েছে পঞ্চম উইকেটের। শেষ ওভারে ক্রিস ওকসও কিছু করতে পারেননি। স্লোয়ারে বিভ্রান্ত করে ‍ওকসকে ১ রানে ফিরিয়ে রানের চাকা বেঁধে রাখতে ভূমিকা রেখেছেন তাসকিন।বাটলার ঝড় থামানোর পর রানের গতিও কমে আসে ইংল্যান্ডের। বলা যায় শেষ দিকে রানের রাশ বেশ ভালো মতোই টেনে ধরে রাখতে পারে হাসান-মোস্তাফিজরা। তাতে উইকেট তুলে নেওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছে। ১৯তম ওভারে হাসান মাহমুদের বলে আগ্রাসী হতে গিয়ে ক্যাচ তুলে আউট হয়েছেন স্যাম কারান। ১১ বলে ৬ রানে ফিরেছেন তিনি। তাতে ছিল না কোনও বাউন্ডারি।ডাকেটকে বোল্ড করার পরের ওভারে আউট হয়েছেন জস বাটলারও। শুরুতে থেকে ইংলিশ অধিনায়কের ব্যাটে চড়েই সফরকারীরা রানের চাকা সচল রাখতে পেরেছিল। ঝড়ো ফিফটি তুলে নেওয়া এই ব্যাটারকে ১৭তম ওভারের প্রথম বলেই নাজমুলের ক্যাচে পরিণত করেছেন হাসান মাহমুদ। তাতে ৪২ বলে ৬৭ রানে থেমেছে বাটলারের ইনিংস। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৪টি ছয়।৮৮ রানে দ্রুত সময়ে দুই উইকেট পড়ে যাওয়ায় কিছুটা ছন্দপতন হয়েছিল ইংলিশদের ইনিংসে। সেই ধাক্কা ভালো করেই সামাল দিয়েছেন বেন ডাকেট-জস বাটলার জুটি। ৪৭ রান যোগ করেন তারা। বেশি কৌশলে খেলতে থাকা ডাকেটকে থিতু হতে দেননি মোস্তাফিজুর। ১৬তম ওভারের শেষ বলে দারুণ এক ডেলিভারিতে তাকে বোল্ড করেছেন। ডাকেট ১৩ বলে করেছেন ২০ রান। তাতে ছিল ৩টি চার।সাকিবের হাতে ১৯ রানে জীবন পেয়েছিলেন বাটলার। পরে তা দুর্দান্তভাবে কাজেও লাগিয়েছেন। হাসান মাহমুদের বলে ছক্কা মেরে পূরণ করেছেন ক্যারিয়ারের ২০তম ফিফটি। বাটলার ফিফটি করেছেন ৩২ বলে।৮০ রানের ওপেনিং জুটি ভাঙার পরই ছন্দ পতন হয় ইংল্যান্ডের। মারকুটে ব্যাটার ডেভিড মালানকে হাত খুলতে দেননি সাকিব। ১২তম ওভারে উঠিয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে শান্তর ক্যাচে পরিণত হয়েছেন তিনি। মালান ৭ বল খেললেও ৪ রান করতে পেরেছেন।আগ্রাসী ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ঝড়ো গতিতে রান তুলছিলেন ফিল সল্ট-বাটলার। জীবনও পেয়েছিলেন তারা। দশম ওভারে সল্টকে গ্লাভসবন্দি করে ৮০ রানের জুটি ভেঙেছেন নাসুম। অবশ্য আম্পায়ার শুরুতে আউট দিলে সল্ট রিভিউ নিয়েছিলেন। কিন্তু সাফল্য আসেনি তাতে। রিপ্লেতে দেখা গেছে, বল ব্যাটে লেগে লিটনের গ্লাভসে জমা পড়েছে। আগ্রাসী ব্যাটিংয়ে সল্ট ৩৫ বলে ৩৮ রানে ফিরেছেন। তাতে ছিল ৪টি চার ও ১টি ছয়।টস হেরে ব্যাট করতে নামলেও শুরুটা আগ্রাসী ভঙ্গিতে করেছে ইংল্যান্ড। দুই ওপেনার ফিল সল্ট ও জস বাটলার চাহিদা বুঝে পাওয়ার প্লেতে রান তুলেছেন। ৬ ওভারে যোগ করেছেন ৫১ রান।ইংল্যান্ডের ঝড়ো গতিতে রান তোলার বিপরীতে পঞ্চম ওভারে দুটি আউটের সুযোগও হাতছাড়া হয়েছে। নিজের করা প্রথম বলে সল্টের ফিরতি ক্যাচ হাতে জমাতে পারেননি নাসুম। পঞ্চম বলে বাটলার বল উঠিয়ে দিলে মিড অনে সেটি ফেলে দিয়েছেন সাকিব।পয়মন্ত ভেন্যু চট্টগ্রামে শেষ ওয়ানডে জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে একই মাঠে আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে টস জিতলেও ইংল্যান্ডকে শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়েছে।বিপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে বেশ কয়েকজন নতুন ক্রিকেটার আসায় চমক অপেক্ষা করছিল। প্রথম ম্যাচে অভিষেক হচ্ছে টপ অর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়ের। ৮ বছর পর ফেরা রনি তালুকদারেরও একাদশে জায়গা হয়েছে।