আফগানিস্তানে একটি আত্মঘাতী হামলায় দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ বালখের গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিল নিহত হয়েছেন। এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার প্রাদেশিক রাজধানী মাজার–ই–শরীফে গভর্নর দাউদ মুজাম্মিলের কার্যালয়ে আত্মঘাতী এই হামলার ঘটনা ঘটে।২০২১ সালের আগস্টে আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতায় আসীন হয় তালেবান। এরপর থেকে দেশটিতে সহিংসতা কমতে থাকে। তবে তালেবান বা তালেবান সমর্থক ব্যক্তিদের লক্ষ্য করে আইএসের হামলার এরপর থেকে বাড়তে শুরু করে। ক্ষমতায় প্রত্যাবর্তনের পর হামলায় নিহতদের মধ্যে দাউদ ছিলেন সবচেয়ে জ্যেষ্ঠ নেতা।আত্মঘাতী এক হামলায় নিজ কার্যালয়ে গভর্নর দাউদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তালেবানের মুখপাত্র ও আফগানিস্তানে ক্ষমতাসীন এই গোষ্ঠীর শীর্ষ নেতা জাবিহুল্লাহ মুজাহিদ। টুইটারে তিনি বলেন, ‘ইসলামের শত্রুদের দ্বারা এক আত্মঘাতী বিস্ফোরণে বালখের গভর্নর দাউদ মুজাম্মিল ‘‘শহীদ’’ হয়েছেন।’তালেবান ক্ষমতায় আসার পর দাউদ মুজাম্মিলকে প্রথমে পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গভর্নর হিসেবে নিযুক্ত করেন তালেবানের শীর্ষ নেতৃত্ব। পরে গত বছর অক্টোবরে তাঁকে বালখের গর্ভনর হিসেবে নিয়োগ দেওয়া হয়। নানগারহারের গভর্নর থাকার সময় তিনি তালেবানের আইএসবিরোধী লড়াইয়ের নেতৃত্বে ছিলেন।’
ঢাকা
,
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










আফগানিস্তানে আত্মঘাতী হামলায় প্রাদেশিক গর্ভনর নিহত
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৬:৫৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
- ৬৭৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ