স্টার রিপোর্টার:
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি—বহুপাক্ষিক অর্থনৈতিক অগ্রগতির অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলকক্ষে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস এবং সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানা ওসি (তদন্ত) ইরফান আলী, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাছান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার নুরে আলম সিদ্দিকি। এ সময় বক্তব্য দেন পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম, এনজিও সংস্থা আর.পি.ডব্লিউ.এস-এর প্রধান নির্বাহী নাজিম উদ্দিন, পদ্মা এনজিওর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মান্নার মিয়া সহ বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সদস্য ইমরানুল হাসানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যুব সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল যুব র্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদপত্র ও ঋণের চেক বিতরণ এবং বৃক্ষরোপণ। বক্তারা বলেন, প্রযুক্তি নির্ভর দক্ষ যুবসমাজ দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।
আলোচনা সভা শেষে নির্বাচিত যুবকদের হাতে ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র তুলে দেওয়া হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শান্তিগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।
ঢাকা
,
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










প্রযুক্তি নির্ভর যুবশক্তির অঙ্গীকারে শান্তিগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
-
মান্নার মিয়া
- আপডেট সময় ০৫:১৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- ৫০৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ