স্কুল শেষে বাড়ি ফেরার পথে নিজের মাদ্রাসার সামনেই বালুভর্তি একটি ট্রাকের নিচে চাপা পড়ে মোসা. জায়েদা আক্তার (৭) এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১৫ মার্চ) বিকেলে মোহাম্মদপুর ভাঙ্গা মসজিদ তিন রাস্তার মোড়ে ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।মোসা. জায়েদা আক্তার দিনাজপুর জেলার গোড়াঘাট উপজেলার সাগরপুর গ্রামের জাকির হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসায় হাফেজিতে পড়াশোনা করতো।নিহতের মা অহিদা বেগম বলেন, “সে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার জন্য বের হয়ে বাড়ির কাছাকাছি এলে একটি বালুবাহি ট্রাক তাকে ধাক্কা দেয়।”মা অহিদা বেগম বলেন, “মেয়ে মাদ্রাসা থেকে বাসায় এসে, বাহিরে বের হয়। বাসার অদূরে তিন রাস্তার মোড়ে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে বিকাল সাড়ে ৬ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।”ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা আটক করেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঢাকা
,
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










বাড়ি ফেরার পথে বালুবাহি ট্রাকচাপায় শিশু শিক্ষার্থী নিহত
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১০:০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
- ৬৫৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ