ভোক্তা অধিকারের প্রধান কার্যালয়ের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেছেন, রমজানকে সামনে রেখে পণ্য মওজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা, কিংবা বাজারে কোন ধরণের কারসাজি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেবল সংশ্লিষ্ট ব্যবসায়ী নয়, ব্যবসায়ী সমিতি এসব বিষয়ে সচেতন না থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার সুনামগঞ্জ শহরের জগন্নাথবাড়ি রোড, জেল রোড ও স্টেশন রোডের মেসার্স শ্যামল রায়, চন্দন কুমার দে, মেসার্স অনিল স্টোর ও সৌখিন ডিপার্টমেন্টাল স্টোরকে মূল্য তালিকা না থাকায় আট হাজার টাকা জরিমানা করেন তিনি। পরে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।তিনি বলেন, ঢাকাসহ সারাদেশে পণ্যের সরবরাহ্ দেখা ও অনিয়ম ঠেকানোর জন্য বাণিজ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশে কাজ করছে ভোক্তা অধিকারসহ নানা সংগঠন।এসময় তিনি বলেন, ভোক্তা ঠকানোর চেষ্টা করলে, মূল্য বাড়ানোর চেষ্টা হলে, মেয়াদৌত্তীর্ণ পণ্য বিক্রি করলে প্রথমে এক মাসের জন্য দোকান বন্ধ করা হবে। শুনানী শেষে স্থায়ীভাবেও বন্ধ হয়ে যেতে পারে দোকান। তিনি বলেন, এমন অন্যায় প্রতিহত করতে না পারলে স্মার্ট বাংলাদেশ অর্জন করা সম্ভব হবে না। তিনি প্রত্যেক দোকানীকে রমজান মাসে নিজের দোকানের যে কোন একটি পণ্য কেনা দামে বিক্রয়ের অনুরোধ জানান।
ঢাকা
,
সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










ভোক্তা অধিকারের পরিচালকের কারসাজি করলে কঠোর ব্যবস্থা
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৪:১৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
- ৬৩০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ