স্টাফ রিপোর্টারঃ গত ২০মার্চ সোমবার বিলেতে বসবাসরত বৃহত্তর সিলেটের প্রবাসীদের নিয়ে নবগঠিত সংগঠন সুরমা সোসাইটির আহবায়ক কমিটির প্রথম সভা হোয়াইট চাপেলের বারাকা ইটারি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।কমিটির সদস্য সচিব আতিকুর রহমান রুবেলের পরিচালনায় এবং আব্দুল কুদ্দুস খানের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উক্ত সভায় সভাপতিত্ব করেন আহবায়ক বশির আলী।সংগঠনের জন্য গঠনতন্ত্র প্রণয়ন, বৃহত্তর সিলেটের দু:স্থ পরিবারসমূহে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের জন্য পবিত্র রমজান মাসে জাকাত উত্তোলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকালে আলোচনায় অংশগ্রহণ করেন কামরান সিকন্দরী, মামুনুল হক সাজু,নোমান আল মনসুর,আব্দুল কাদির জুয়েল, আহমেদ রশিদ, পারভেজ আহমেদ, কামরান আহমেদ, গিয়াস মিয়া, শাহ ইমরান, আব্দুল বারী আযাদ, আবুল হোসেন, কবির মোহাম্মদ, আবুল খাস চৌধুরী, তোফায়েল আহমেদ চৌধূরী , জিলু মিয়া,মোশতাক আহমেদ, সৈয়দ হায়দার, সাইফুল ইসলাম, রুহেল আহমদ মিন্টু, সুফিয়ান চৌধূরী,মো:আব্দুর গফ্ফার, মাহবুবুল মজিদ চৌধূরী, মো: মিজানুর রহমান,ফয়সাল আহমেদ, প্রমুখ।
উল্লেখ্য, সভার শুরুতে সোসাইটির নেতৃবৃন্দ, আহবায়ক ও সদস্য সচিবকে ফুল দিয়ে বরণ করা হয়।