ইউক্রেনের বিরুদ্ধে সশস্ত্র ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের সঙ্গে প্রায় ৬ মাস কাজ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের ছেলে নিকোলাই পেসকভ। তিনি বলেন, সেখানে যোগ দেওয়া আমার দায়িত্ব ছিল।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত দিমিত্রি পেসকভ। ক্রেমলিনের মুখপাত্রের ছেলে একটি আন্তর্জাতিক সশস্ত্র ভাড়াটে গোষ্ঠীটিতে যোগদানের বিষয়টিকে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।৩৩ বছর বয়সী নিকোলাই পেসকভ, নিকোলাই চোলেস নামেও পরিচিত। রুশ হলেও ইংরেজিতে বেশ পারদর্শী। কয়েক বছর লন্ডনেও কাটিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারকারী আরটি-এর সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর নিকোলাই ও তার বাবা মার্কিন নিষেধাজ্ঞার আওতায়। ক্রেমলিনপন্থি দৈনিক কমসোমলস্কায়া প্রাভদার সঙ্গে সাক্ষাৎকারে নিকোলাই বলেন, ওয়াগনারে যোগ দেওয়া ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল আমার। তবে কীভাবে যোগ দিতে হয়, তা জানা ছিল না। এ জন্য আমাকে বাবার কাছে যেতে হয়েছিল এবং তিনিই আমাকে সাহায্য করেছিলেন।তিনি দাবি করেছিলেন, নতুন সেনা নিয়োগের সময় সেখানে যুক্ত হয়ে গেছিলেন।ওয়াগনারের সঙ্গে কাজ করার বিষয়ে নিকোলাই পেসকভের দাবির সত্যতা যাচাই করতে পারেনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।ইউক্রেনে লড়াইয়ের জন্য গত সেপ্টেম্বরে কয়েক হাজার সেনা নতুন করে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। কিন্তু সেনাবাহিনী যোগ দেওয়া এড়াতে দেশ ছেড়ে পালিয়ে যায় অনেক যুবক। ইউক্রেন যুদ্ধে কোথায় কাজ করেছেন তা স্পষ্ট করেননি নিকোলাইভ পেসকভ।ওয়াশিংটন ২০১৭ সালে এবং গত ডিসেম্বরে ওয়াগনার গ্রুপের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে। সংগঠনটির অস্ত্রের ওপর আধিপত্য কমিয়ে আনতে এমন পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র। ইউক্রেনের মতো সিরিয়া, লিবিয়া, সুদানসহ অন্যান্য কিছু দেশেও সক্রিয় থাকায় ২০২১ সালের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নও সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।