মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতে মসজিদে বোমা হামলার ঘটনায় পাঁচজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। এটি ছিল কুয়েতের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গী হামলা। ২০১৫ সালের ওই হামলায় জুমার নামাজ পড়তে যাওয়া ২৭ মুসল্লি নিহত হয়েছিলেন। ইসলামী স্টেট বা আইএস সুন্নী চরমপন্থীরা এই হামলার দায় স্বীকার করেছিল।
কুয়েত সিটির শিয়া মসজিদে এক ভয়ানক আত্মঘাতী বোমা হামলার ঘটনায় পাঁচজনের ফাঁসি কার্যকর করেছে দেশটির কেন্দ্রীয় কারাগার।
বৃহস্পতিবার ২৭ জুলাই কুয়েতের আদালত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে। সরকার পক্ষের আইনজীবী জানান, কুয়েত বৃহস্পতিবার পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, কুয়েতের কেন্দ্রীয় কারাগারে এই পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এছাড়াও এরা বিভিন্ন খুনের অভিযোগে অভিযুক্ত।
দোষী সাব্যস্ত খুনিদের একজন মিশরীয়, আরেকজন স্থানীয় নাগরিক এবং দোষী সাব্যস্ত মাদক ব্যবসায়ী শ্রীলঙ্কার বাসিন্দা। বিবৃতিতে মসজিদে হামলাকারী বা তৃতীয় দোষী সাব্যস্ত খুনীর জাতীয়তা প্রকাশ করা হয়নি, শুধু বলা হয়েছে যে তারা বেআইনিভাবে কুয়েতে ছিলেন।