তামিম ইকবাল প্রসঙ্গে অবশেষে মুখ খুলেছেন বিসিবির পরিচালক ও তামিমের চাচা আকরাম খান। একমাসেরও বেশি সময় দেশের বাইরে থাকায় তামিমের অবসর ইস্যু আর বর্তমান অবস্থা নিয়ে নাকি কিছুই জানেননা আকরাম খান। এ ইস্যুতে তিনি বলেন, সংবাদপত্রে দেখেছি। দলের মধ্যে সমস্যা থাকেই, সেটা নিজেরা আলোচনা করে সংশোধন করে নেয়া উত্তম।
এদিকে আসন্ন বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ রিয়াদকে রাখার পক্ষে আকরাম খান। বৈশ্বিক আসরের সূচি নিয়ে শেষ মুহূর্তের ধোঁয়াশায় আইসিসির সমালোচনায় বিসিবির ফ্যাসিলিটিজ কমিটি চেয়ারম্যান।
আকরাম বলেন, রিয়াদের প্লাস পয়েন্টই বেশি। সে কিন্তু বেশ অভিজ্ঞ ক্রিকেটার। বড় দুই আসরে মানসিকভাবে ফিট থাকা বেশি জরুরি। বড় টুর্নামেন্টে রিয়াদকে বিবেচনা করা উচিত।
দলের মত বিশ্বকাপ সূচি নিয়েও এখনো দোলাচলে বাংলাদেশ। ঘোষণা করেও যা পরিবর্তনের অপেক্ষায় আইসিসি। তাতেও জড়িয়ে টাইগারদের নাম। শেষ মুহূর্তে এমন পরিবর্তন আকরামের দৃষ্টিতে কাঙ্খিত নয়।